আজ শনিবার, ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটে মাহে রমজানে যানজট নিরসনে এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা 

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৮, ২০২৫, ০২:৩৭ অপরাহ্ণ
সিলেটে মাহে রমজানে যানজট নিরসনে এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমন্বয় সভা 

Sharing is caring!

উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:
সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর কনফারেন্স রুমে  আসন্ন মাহে রমজান উপলক্ষে যানজট নিরসনে যানবাহন চলাচলের মূল সড়ক হকারমুক্ত রাখা এবং সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ সংক্রান্তে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি এসএমপি’র পুলিশ কমিশনার মোঃ রেজাউল করিম, পিপিএম সেবার সভাপতিত্বে আয়োজিত এই সভায় সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি মোঃ মুশফেকুর রহমান উপস্থিত ছিলেন।
সভায় সিলেট মেট্রোপলিটন এলাকার সার্বিক নিরাপত্তা, ব্যাংক ও শপিং মলের নিরাপত্তা, সড়ক ব্যবস্থাপনা, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
পুলিশ কমিশনার সভায় বলেন, আসন্ন রমজান মাসে ছিনতাই, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি ও মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল বৃদ্ধি অব্যাহত আছে । তিনি হকার উচ্ছেদ প্রসঙ্গে বলেন, পুলিশ সর্বোচ্চ চেষ্টা করছে, তবে এ বিষয়ে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। শপিং মলগুলোর সামনে এবং আশপাশে পর্যাপ্ত স্বেচ্ছাসেবক মোতায়েনের প্রয়োজনীয়তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
এছাড়া, অবৈধ পার্কিং বন্ধে সচেতনতা সৃষ্টির জন্য পুলিশ কমিশনার সকলকে সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, নাগরিকদের অবশ্যই ট্রাফিক আইন মেনে চলতে হবে এবং সকলের আন্তরিক সহযোগিতায় রমজান মাস সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ, ডিজিএফআই সিলেট, RAB-9, ৩৪ বীর, বাংলাদেশ সেনাবাহিনী সিলেট, সিলেট সিটি কর্পোরেশন, সিভিল সার্জন সিলেট প্রতিনিধি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট, উপজেলা আনসার ভিডিপি, বিআরটিএ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট, কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ সিলেট, দোকান মালিক সমিতি সিলেট, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ সমিতি সিলেট, কালিঘাট ও মহাজনপট্টি ব্যবসায়ী সমিতি, বন্দর বাজার রাজা জিসি মার্কেট ব্যবসায়ী সমিতি, লালদিঘী হকার্স মার্কেট সিলেট, লালবাজার কাচা মার্কেট সিলেট, কাজীরবাজার মাছ বাজার, নোয়াব আলী মার্কেট কাচাবাজার সোবাহীঘাট সিলেট, ট্রেড সেন্টার ভেজিটেবল মার্কেট সোবহানীঘাট সিলেট, বাস মালিক সমিতি কেন্দ্রীয় বাস টার্মিনাল সিলেট, বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন সিলেট, ট্রাক, কভার্ডভ্যান, মালিক সমিতি সিলেট, ট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়ন সিলেট, সিএনজি শ্রমিক ইউনিয়ন সিলেট, সিলেট জেলা সিএনজি অটোরিক্সা, অটোটেম্পু, টেক্সি, টেক্সিকার, মালিক সমিতি সিলেট, লেগুনা, ইউম্যান হুলার চালক, শ্রমিক ইউনিয়ন সমিতি সিলেট, ব্যবসায়ী সমিতি লালদিঘীরপাড়, সিলেট জেলা বাস, মিনিবাস, সিএনজি মালিক সিমিতি সিলেট, এলিগেন্ট শপিং মল জিন্দাবাজার সিলেট,মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ, নয়া সড়ক বিজনেস এসোসিয়েশণ, কুমারপাড়া ব্যবসায়ী সমিতি এর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।