আজ রবিবার, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত 

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০২:৩২ অপরাহ্ণ
বাঘায় প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ ফাইনাল খেলা অনুষ্ঠিত 

Sharing is caring!

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় পরিধি এন্টারপ্রাইজ কর্তৃক প্রাইজমানি মিনিবার ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮-০২-২৫) নওটিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে  অনুষ্ঠিত খেলায় অংশ গ্ৰহন করে নিশ্চিতপুর নবীন সংঘ ও বাঘা টিম টুয়েন্টিফোর। টাইব্রেকারে ২-০গোলে নিশ্চিতপুর নবীন সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন নিশ্চিতপুর নবীন সংঘের শিমুল। ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন বাঘার টিম টুয়েন্টিফোর এর লিমন। খেলা পরিচালনা করেন আইনাল হক। সহকারী পরিচালক হিসেবে ছিলেন -ইদ্রিশ আলী, সম্রাট আলী ও পিয়াস আহমেদ।
ক্রীড়া ভাষ্যকার ছিলেন প্রভাষক আব্দুল হানিফ মিয়া ও তৌফিক হাসান। খেলায় সেরা দর্শক নির্বাচিত হয়েছেন মোস্তফা, জব্বার আলী, ও মকবুল হোসেন।
চ্যাম্পিয়ন ও রানার আপ দল অতিথিদের নিকট হতে ট্রফি ও প্রাইজমানি গ্ৰহন করেন।
তোহাজ্জত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন  বাজু বাঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  ও ইউনিয়ন বিএনপির সভাপতি এ্যাডভোকেট ফিরোজ আহমেদ রনজু। বিশেষ অতিথি ছিলেন -প্রভাষক আব্দুল হানিফ মিয়া।
সম্মানিত অতিথির মধ্যে ছিলেন- সাংবাদিক আবুল কালাম মুহাম্মদ আজাদ , আলমাছ উদ্দিন মল্লিক (সহকারি পরিচালক , আঞ্চলিক শিক্ষা অফিস ,রাজশাহী ),ফুয়াদুল কবির,  গোলাম তোফাজ্জল কবীর মিলন , রফিকুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক  ওমর আলী , শিক্ষক সাইফুল ইসলাম , রাজশাহী জেলা জাতীয়তাবাদী আইন ছাত্র ফোরামের আহ্বায়ক মাহাবুব আলম জনি, সালাউদ্দিন লিটন-(ইউপি সদ্যস্য  পাকুড়িয়া),শামসুজ্জামান শামীম ,আবু হেনা মোস্তফা কামাল রানা, ফয়সাল আহম্মেদ রনি-(ছাত্র বিষয়ক সম্পাদক , বাজুবাঘা ইউনিয়ন ), ছাত্র দল নেতা পারভেজ হোসেন  ও  ওয়ার্ড বিএনপির নেতা চান্দু আলী প্রমুখ।
আয়োজকরা জানান,গত ২০২৪ সালের ১৪ ডিসেম্বর উদ্বোধনী খেলার মধ্যে দিয়ে খেলা শুরু হয়। খেলায় ১৬ দল অংশগ্রহণ করে।নওটিকা-আরিফপুর এলাকাবাসী এই খেলার আয়োজন করেন।