আজ রবিবার, ২রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরপুরে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

editor
প্রকাশিত মার্চ ১, ২০২৫, ০২:৫২ অপরাহ্ণ
নাগরপুরে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখার দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের নাগরপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দিকে মিছিলটি সরকারি যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজ এর সামনে থেকে বের হয়ে নাগরপুর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।মিছিলটি নেত্বত্বে দেন উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম।
এসময় বক্তারা বলেন,মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও ব্যবসায়ীদের প্রতি দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবী জানান। এছাড়াও দিনের বেলা হোটেল ও রেস্তোরাঁ বন্ধেরও দাবী করেন।
এ মিছিলে নাগরপুর উপজেলা জামায়াত শিবির এর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন মসজিদ থেকে আগত মুসুল্লীগণ অংশগ্রহন করেন।