আজ বৃহস্পতিবার, ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়াসহ গাজীপুরের ১৬ ইউনিয়ন পরিষদের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান 

editor
প্রকাশিত নভেম্বর ১২, ২০২৪, ০৪:০০ অপরাহ্ণ
কাপাসিয়াসহ গাজীপুরের ১৬ ইউনিয়ন পরিষদের দায়িত্বে প্যানেল চেয়ারম্যান 

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 85?

Sharing is caring!

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
কাপাসিয়াসহ গাজীপুরের চার উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানদের অনুপস্থিতির কারণে ইউনিয়ন পরিষদকে সচল রেখে জনসেবা অব্যাহত রাখতে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে প্যানেল চেয়ারম্যানদের দায়িত্ব দেয়া হয়েছে।
রবিবার (১০ নভেম্বর) জেলা  প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক হাসিবুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, কাপাসিয়া, কালিয়াকৈর, কালীগঞ্জ এবং শ্রীপুর উপজেলার ১৬ ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দিয়ে ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব অর্পণ করা হলো।
দায়িত্বপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যানরা হলেন,  কাপাসিয়ার বারিষাব ইউনিয়ন পরিষদে কামাল হোসেন, দুর্গাপুরে ইউনিয়ন পরিষদে কাইয়ুম মোল্লা, কড়িহাতা ইউনিয়ন পরিষদে লুৎফর রহমান এবং সনমানিয়া ইউনিয়ন পরিষদে শফিকুল ইসলাম। কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন পরিষদে আছানুদ্দিন, ফুলবাড়ীয় ইউনিয়ন পরিষদে জয়নাল আবেদীন, চাপাইর ইউনিয়ন পরিষদে শহিদুল ইসলাম এবং মৌচাকে ফিরুজা বেগম। কালীগঞ্জের নাগরী ইউনিয়ন পরিষদে মনির খান, জামালপুর ইউনিয়ন পরিষদে সুফিয়া বেগম, মোক্তারপুর ইউনিয়ন পরিষদে আইয়ুব বাগমার এবং বাহাদুরসাদী ইউনিয়ন পরিষদে পনির মিয়া। শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদে মতিউর রহমান, তেলিহাটি ইউনিয়ন পরিষদে মোবারক হোসেন মুরাদ, কাওরাইদ ইউনিয়ন পরিষদে আব্দুস সামাদ এবং গাজীপুর ইউনিয়ন পরিষদে মিনারা আক্তার।
সহকারী পরিচালক হাসিবুর রহমান জানান, চেয়ারম্যান অনুপস্থিত থাকার সময় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিতি প্যানেল চেয়ারম্যানদের তালিকার ভিত্তিতে তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে।