প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৫:২৩ অপরাহ্ণ
জুড়ীতে প্রত্যয় উন্নয়ন সংস্থা প্রশান্তি প্রকল্পের খাদ্য সামগ্রী বিতরণ

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
মৌলভীবাজারের জুড়ীতে প্রত্যয় উন্নয়ন সংস্থা প্রশান্তি ইউকে প্রকল্পের পক্ষ থেকে প্রশান্তি'র হেলথি লিভিং সেন্টার এবং মা ও শিশু পরিচর্যা ক্লিনিক থেকে স্বাস্থ্য সেবা প্রাপ্ত প্রসবকালিন ও প্রসব-পরবর্তী মায়েদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ মার্চ ) সকালে জুড়ী ভবানীগঞ্জ বাজার কলেজ রোডস্থ আমিরী শপিং মলের ২য় তলায় প্রশান্তি হেলথি লিভিং সেন্টার এবং মা ও শিশু পরিচর্যা ক্লিনিক মিলনায়তনে প্রত্যয় উন্নয়ন সংস্থা'র আয়োজনে এবং প্রশান্তি ইউকে'র সহযোগিতায় ১০০টি পরিবারের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, প্রত্যয় উন্নয়ন সংস্থা প্রশান্তি ইউকে প্রকল্পের ম্যানেজার মোঃ খায়রুজ্জামান, প্রোগ্রাম অফিসার লুতফুর রহমান, সিনিয়র মিডওয়াইফ অর্পণা রুদ্র পাল, সিনিয়র প্যারামেডিক রোমানা পারভীন, ফ্রেন্ড'স অব প্রশান্তি সাংবাদিক মোঃ শাহা আলম, ফ্রেন্ড'স অব প্রশান্তি সাবেক ব্যাংকার কন্দর্প চন্দ্র চন্দ্র।
১০০টি পরিবারের মধ্যে বিতরণকৃত খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল- ১০ কেজি চাল, ১ কেজি তেল, ১ কেজি চিনি, ১ কেজি লবন, ১ কেজি ছানা, ১ কেজি ডাল, ১ কেজি আলু, ১ কেজি পিয়াজ সহ খেজুর, দুধ, সেমাই।
জুড়ীতে দীর্ঘদিন থেকে হতদরিদ্র মায়েদের বিনামূল্যে গর্ভকালীন সেবা দিয়ে আসছে প্রশান্তি হেলথি লিভিং সেন্টার এবং মা ও শিশু পরিচর্যা ক্লিনিক। প্রতিষ্ঠার পর থেকে প্রশান্তি উপজেলার তিন হাজার হতদরিদ্র মায়ের বিনামূল্যে নরমাল ডেলিভারি করে সমগ্র বাংলাদেশে সাড়া ফেলেছে। এ ধরনের মহতী কাজ অব্যাহত রাখতে সকলের সহযোগিতা চেয়েছেন প্রশান্তির চেয়ারপার্সন লিলু কুলসুমা আহমেদ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.