প্রিন্ট এর তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৬, ২০২৫, ৫:২৪ অপরাহ্ণ
ধ্যান মনকে শুদ্ধ, শান্ত ও মোহমুক্ত করে নির্বাণের দিকে ধাবিত করে – নন্দবংশ মহাথের

উৎপল বড়ুয়া:
ঐতিহ্যবাহী ধূমারপাড়া আনন্দ বিহার'র বিশিষ্ট উপাসক প্রয়াত প্রিয় রঞ্জন বড়ুয়া ও ত্বদীয় সহধর্মিণী উপাসিকা প্রয়াতা রেণু প্রভা বড়ুয়া'র ৫ম প্রয়াণবার্ষিকী স্মরণে তাঁদের পারলৌকিক শান্তি-সুখ কামনায় বুদ্ধ পূজা, পিন্ডদান ও একক ধর্মদেশনা অনুষ্ঠিত হয়।
রেণুপ্রভা-প্রিয়রঞ্জন ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে একক ধর্মদেশক হিসাবে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া নন্দবংশ আন্তর্জাতিক ভাবনা কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বিদর্শন আচার্য নন্দবংশ মহাথের মহোদয়।
বৃহস্পতিবার ৬ মার্চ ২০২৫ লায়ন উজ্জ্বল কান্তি বড়ুয়া'র চট্টগ্রাম নগরীর বাসভবনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবারবর্গ ও জ্ঞাতি পরিজন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.