প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৪, ১২:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১২, ২০২৪, ৪:০৮ অপরাহ্ণ
পুনরায় নাগরপুর জামায়াতে ইসলামীর আমীর নির্বাচিত হলেন মাওলানা রফিকুল ইসলাম
এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনে পুনরায় আমীর নির্বাচিত হয়ে শপথ গ্রহণ করেছেন মজলুম জননেতা হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম।তিনি ছাত্র জীবনে নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
মঙ্গলবার(১২ নভেম্বর ২০২৪)বিকালে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা জামায়াত ইসলামীর অফিসে আমীর নির্বাচন উপলক্ষ্যে রুকন সমাবেশ শেষে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
উপজেলা আমীর নির্বাচন,শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সাবেক মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা দেলোয়ার হোসেন। জামায়াত আমীরের প্রতিনিধি হিসেবে নবনির্বাচিত উপজেলা আমীর মাওলানা মো.রফিকুল ইসলামকে গঠনতন্ত্রে উল্লিখিত শপথ বাক্য পাঠ করান টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর জননেতা আহসান হাবীব মাসুদ।
রুকন সম্মেলন ও আমীর নির্বাচনে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন জেলা কর্ম পরিষদ সদস্য ও জেলা ওলামা বিভাগের সভাপতি অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার।এছাড়া মেহমান হিসাবে জেলা
জামায়াতের নায়েবে আমীর খন্দকার আব্দুর রাজ্জাক সহ উপজেলার ২৩ জন রুকন উপস্থিত ছিলেন। রুকনদের গোপন ভোটের মাধ্যমে উপজেলা আমীর নির্বাচন করা হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে মজলিসের শূরা সদস্য পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রুকনদের সরাসরি ভোটে উপজেলা জামায়াতের ০৫ জন মজলিসে শূরার সদস্য নির্বাচিত হন।তারা হলেন অধ্যাপক আব্দুস সালাম,অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী,ডা.আজিজুর রহমান,মাওলান গোলাম মোস্তফা,ইমরান হোসাইন।নবনির্বাচিত শূরা সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নবনির্বাচিত আমীর হযরত মাওলানা মো.রফিকুল ইসলাম।
এসময় নাগরপুর উপজেলা জামায়া বিভিন্ন পর্যাযের নেত্ববৃন্দসহ সকল ইউনিয়ন জামায়াতের সভাপতি ও সেক্রেটারী এবং নাগরপুর উপজেলা ইসলামী ছাত্রশিবির সভাপতি ছাত্রনেতা মু.তোফায়েল আহমেদ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.