প্রিন্ট এর তারিখঃ মার্চ ১২, ২০২৫, ৫:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১০, ২০২৫, ৪:১৫ অপরাহ্ণ
দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা

উৎফল বড়ুয়া, সিলেট:
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ধর্ষন একটি জগন্য ঘটনা, ধর্ষকদের কাছে মা-বোন ও মেয়েরাও নিরাপদ নয়। এসব ঘটনা বেশীরভাগ সময় স্থানীয় ভাবে বিচার শালিসের মাধ্যমেই ধামাচাপা দেয়া হয়, ক্ষমতার অপব্যবহার ও টাকা ছড়িয়ে অপরাধীরা পার পেয়ে যায়। যে কারনে নারী বা শিশু ধর্ষনের ঘটনা এখন বেড়ে গেছে। এতে করে এসব ন্জনগন্য ঘটনার সঠিক বিচার হয়না। তাই ধর্ষনের ঘটনায় তাৎক্ষনিক ভাবে শাস্তি দেয়া যায় এমন আইন করতে হবে।
তিনি বলেন,নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না, নারীদের প্রতি সহনশীল হতে হবে। শিশু ধর্ষনের মতো ঘৃণ্য অপরাধের দৃষ্টানন্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সর্বপোরী দেশের স্থিতিশীলতা রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে অতি প্রয়োজনীয় সংষ্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগনের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।
সোমবার (১০ মার্চ) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার উপর পাশবিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কর্মসূচির অশ হিসেবে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে, জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্ত রায়না, সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সম্পাদক দিবা রানী দে বাবলী, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ, ১৯ নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম প্রমূখ।
সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, আমরা আর কোন ধর্ষনের ঘটনা দেখতে চাই না। এই দেশে কোন ধর্ষকদের স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সর্বস্থরের নেতাকর্মী সহ দেশের সর্বস্থরের মানুষ আছিয়ার পাশে আছে।
সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আমাদের সন্তানরা মাত্র কিছু দিন পূর্বে বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। আর এই সন্তানরা যদি পাষবিকতার শিকার হয় তাহলে এই দুঃখের শেষ কোথায়। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই আছিয়ার মায়ের সাথে কথা বলেন। তার চিকিৎসা সহ যাবতীয় দায়িত্ব গ্রহন করেছেন। দেশের মানুষ আছিয়ার সাথে রয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.