মোহাম্মদ কামরুজ্জামান হিমু ঃ
ঢাকার একেবারেই পাশে আমিনবাজার । এটি সাভার উপজেলায় । সাভার উপজেলায় এরিয়ার ভিতরে রয়েছে তিনটি রাজস্ব সার্কেল। আমিনবাজার রাজস্ব সার্কেল এর অধীনে রয়েছে বৈধ অবৈধ অনেকগুলো ইটের ভাটা ।
অবৈধর সংখ্যা বেশি। গাবতলী পার হলে আমিনবাজার সালেপুর ব্রিজ থেকে চোখ যতদূর যায় খালি দেখা যায় উচু উঁচু টিলা থেকে কালো ধোঁয়া আকাশে ছুটে যাচ্ছে এই ধোয়া গুলো হচ্ছে ইটভাটার । আমিনবাজার রাজস্ব সার্কেলের অধীনে যতগুলো অবৈধ ইটভাটা ছিল একে একে উপজেলা প্রশাসন সহযোগিতা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং কার্যক্রম চলমান। জনবহুল উপজেলা তেমনি রয়েছে এখানে কল কারখানা মিল ফ্যাক্টরি। এক সময় সাভারে কাঁঠালের বাগান দেখা যায় না , দেখা যায় না সুজলা সুফলা শস্য শ্যামল ধান ক্ষেত। দিনে দিনে হারিয়ে যাচ্ছে ফসলের জমি , ফসলের জমির বুকে গড়ে উঠেছে শতশত মিল ফ্যাক্টরি।
এগুলোর সাথে পাল্লা দিয়ে কৃষিজমি নষ্ট করে ইটভাটা গড়ে উঠছে ।
গত (২৪ ফ্রেবুয়ারী) সারাদেশে সব অবৈধ ইটভাটা ৪ সপ্তাহের মধ্যে গুড়িয়ে দিতে নির্দেশ দিয়েছেন মহামান্য হাইকোর্ট বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এআদেশ দেবার ফলে এবার নড়েচড়ে বসে সাভার উপজেলা প্রসাশন। বছরের পর বছর এসব অবৈধ ইটভাটা কাদের পেশীশক্তিকে কাজে লাগিয়ে চালাতো এসব ইটভাটা অনেকের মনে প্রশ্ন জেগে দিয়েছে।
জেলা প্রসাশক নির্দেশে মাঠে নেমে পড়েন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বাসিত সাওার
আমিনবাজার এ যে কয়টি অবৈধ ইটভাটা রয়েছে এখন সেই ইটভাটাগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে ও তাদের কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধকরে দেওয়া হয়েছে। ২৪শে ফেব্রুয়ারী হাইকোর্টের নির্দেশের পর সাভার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থেকে একটির পরে একটি যতগুলো অবৈধ ইটভাটা রয়েছে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এ অভিযানের নেতৃত্ব দেন আমিনবাজার সহকারী কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বাসিত সাওার
আমিনবাজার রাজস্ব সার্কেলের অধীনে যে কয়টি অবৈধ ইটভাটা ছিল এখন এদের সংখ্যা একেবারে কম বলেন আমিনবাজার সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বাসিত সাত্তার । তিনি রেডটাইমস কে জানান , মহামান্য হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৩৭০৫/ ২০২২ এর আদেশ বাস্তবায়নের লক্ষ্যে বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশনায় আমি ও আমার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার স্যারের নেতৃত্বে মহামান্য হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন করার জন্য আমিনবাজার রাজস্ব সার্কেলের অধীনে ১) একতা / কেবিসি ২ কাউন্দিয়া
২) রিপন ব্রিক্স ছোট ওয়ালিয়া বিরুলিয়া
৩) সানি ব্রিকস বর দেশি সাভার ৪)
এমএস এম ব্রিকস উত্তর কাউন্দিয়া ৫) নুর ব্রিক্স উত্তর কান্দিয়া ৬) এবিসি হোম ব্রিক্স উত্তর কান্দিয়া ৭) এইচ বিসি ব্রিকস / কেবিসি ব্রিকস ১ আমান উত্তর কাউন্দিয়া সাভার ৮) কে বিসি ব্রিকস এক উত্তর কাউন্দিয়া সাভার ৯) আশা ব্রিকস বড়বড় দেশি ১০) ঢাকা মামব্রিক্স বড় বড় দেশি ১১) বিসিএম ব্রিকস উত্তর কান্দিয়া ১২) একতা ব্রিকস বড় বড় দেশি এগুলো গুড়িয়ে দেওয়া হয়েছে ইটভাটার চুল্লিগুলো।
অপরদিকে মহামান্য আদালতে নির্দেশের আগে সাভার উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬ ফেব্রুয়ারি আমিনবাজার রাজস্ব সার্কেলের অধীনস্থ দেউল, রুস্তমপুর এলাকায় সেভেন স্টার ব্রিকস 7SB ইটভাটায় অভিযান চালানো হয়। বছরের পর বছর এই ইট ভাটাটি অবৈধভাবে প্রশাসনের নাকের ডগায় চালিয়ে আসছিল। ইটভাটা পরিচালনার জন্য মালিকপক্ষ কাগজপত্র তেমন কিছুই দেখাতে পারেনি। ইট ভাটার মালিক আরমান হোসেনের দুটি ইট ভাটা রয়েছে। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু বকর সরকার পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৯ ( ১০) ধারায় ১০, ০০০০০/ ১০ লক্ষ টাকা জরিমান ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং সতর্ক করা হয়েছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি সাদিয়া আক্তার, আমিনবাজার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) মোহাম্মদ বাসিত সাত্তার, সাভার রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ( ভূমি) জহিরুল আলম সহ পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, ও সংবাদ কর্মীরা।
উল্লেখ্য যে, নতুন করে কোন ইটভাটা অনুমোদন দেওয়া হবে না বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.