ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
পবিত্র মাহে রমজান উপলক্ষে এলাকার গরীব দুঃখী মেহনতী মানুষ মাঝে ইফতার সামগ্রী বিতরণ করল দক্ষিণ চট্রগ্রামের অন্যতম সংগঠন সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে লোহাগাড়া উপজেলার পদুয়া সুইচ পার্ক কমিউনিটি সেন্টারে এ ইফতার বিতরণ প্রোগ্রাম সম্পন্ন হয়।
এসময় প্রায় ২০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ করা হয়। সাতকানিয়া ও লোহাগাড়ার বিভিন্ন ইউনিয়নের দূর দূরান্ত থেকে ছুটে এসেছে এ ইফতার সামগ্রী গ্রহণ করতে।
ইফতার বিতরণের এ প্রোগ্রামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা দিদারুল আলম চৌধুরী, প্রধান মেহমান হক এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী এম. আজিজ চৌধুরী, প্রধান বক্তা পদুয়া আইনুল উলুম কামিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আবুল কালাম আজাদ। আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলী, বিশেষ অতিথি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রতিনিধি তামিম মির্জা প্রমূখ।
সংগঠনটির সভাপতি ওবাইদুর রহমান ও সহ সভাপতি ফারহান মাহাবুব মিজান এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ রাকিব উদ্দীন, অর্থ সম্পাদক ফাহাদ চৌধুরী, সহ অর্থ সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ক্রীড়া সম্পাদক ওমর ফারুক, সাতকানিয়া শাখার সভাপতি ফারুক আজম, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মুহিত, ধর্ম বিষয়ক সম্পাদক ইরফান উদ্দীন, আ.জ.ম গিয়াস উদ্দীন কার্যকরী সদস্য রবিউল হাসান, আব্দুল মজিদ, মোঃ সাইমন, সাইফুল ইসলাম ফাহিম, সজিব প্রমূখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.