প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৪, ৭:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৩, ২০২৪, ৩:৪৮ অপরাহ্ণ
সিলেটে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত
উৎফল বড়ুয়া, সিলেট প্রতিনিধি:
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক ও সিলেটের বিভাগীয় কমিশনার আবু আহমদ সিদ্দিকী এনডিসি বলেছেন, এটিএম তুরাব অল্প বয়সে দেশের জন্য শাহাদাত বরন করেছেন। তার এই শাহাদাত দেশ নির্মানে বড় ভূমিকা রাখতে পারে। সাংবাদিক এটিএম তুরাবকে স্মরণীয় করে রাখতে আমরা ভূমিকা রাখব।
বুধবার (১৩ নভেম্বর) বিকেলে শহীদ সাংবাদিক এটিএম তুরাবের পরিবারের সাথে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এসময় সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সাংবাদিক এটিএম তুরাবের ভাইয়ের হাতে এক লক্ষ টাকার অনুদানের চেক তুলে দেন।
এসময় শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবুল আহসান মোহাম্মদ আজরফ (জাবুর আহমদ) বলেন, মামলার তিন মাস পরও তন্তের কোন অগ্রগতি নেই, এটি রহস্যজনক। মামলার আসামীরা বিভিন্ন জনকে দিয়ে আমাদেরকে হুমকি ধমকি দেয়াচ্ছে। এতে করে আমরা নিরাপত্তাহীনতায় রয়েছি।
এসময় উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ, সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিনহা, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদের সম্পাদক মুকতাবিস উন নুর, সিলেট অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাইফুর রহমান তালুকদার, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, সিলেটের সহ সভাপতি হুমাইয়ুন কবির লিটন প্রমূখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2024 RED TIMES. All rights reserved.