আজ সোমবার, ১৭ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

আওয়ামী নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার অপচেষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন

editor
প্রকাশিত মার্চ ১৬, ২০২৫, ০৩:১৩ অপরাহ্ণ
আওয়ামী নেতার বিরুদ্ধে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়ার অপচেষ্ঠার প্রতিবাদে সংবাদ সম্মেলন

Oplus_131072

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাউদ্দিন হীরু ও তার পিতা গোলাম হোসেন সরকারি খাস জমি বন্দোবস্ত নেওয়া নেওয়ার অভিযোগ উঠেছে।
সোমবার (১৬ মার্চ) বিকেল ৫টায় লোহাগাড়া বটতলি মোটরস্টেশনস্থ একটি রেস্তোরার হল রুমে আওয়ামী লীগ নেতার নামে খাস জমি বন্দোবস্ত দেওয়ার অভিযোগ তুলে এ সংবাদ সম্মেলন করেন মোস্তফা গ্রুপ। মোস্তফা গ্রুপের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন এ্যাডভোকেট ফারুক উদ্দিন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, মোস্তফা গ্রুপের মালিকানাধীন ভবনের পেছনে ও আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন হীরুর বাবা গোলাম হোসেনের স্থাপনার পিছনে বিএস ৭১৩ নং দাগের ৫ শতক জমি সরকারি খাস রয়েছে। মোস্তফা গ্রুপ ও গোলাম হোসেন উভয়েই উক্ত খাস জমি নিজেদের নামে বরাদ্দ চেয়ে জেলা প্রশাসক বরাবরে আবেদন করেন। সরকারি কিছু অসাধু কর্মচারী ও কর্মকর্তা যুগসাজসে উক্ত খাস জমি আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন হীরুর বাবার নামে বন্দোবস্ত দেয়ার চেষ্টা চালাচ্ছেন। এ বিষয়ে অভিযুক্তদের পাওয়া না যাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাসান বলেন, বন্দোবস্তের একটি আবেদনে প্রতিবেদন জেলঅ প্রশাসকের কার্যালয়ে পাঠিয়েছি। কেউ যদি বনেআদবস্তের আবেদনের বিরুদ্ধে আপত্তি জানান সেটি জেলাপ্রশাসক মহোদয় বিবেচনায় নিবেন।
এসময় উপস্থিত ছিলেন মোস্তফা গ্রুপের লোহাগাড়ার ম্যানেজার আব্দুস সালাম, সৌদিয়া পরিবহনের লোহাগাড়ার জিএম আজিজুর রহমান প্রমূখ।
এসময় লোহাগাড়ায় কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।