প্রিন্ট এর তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৬:০৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৯, ২০২৫, ৭:১৮ অপরাহ্ণ
টহল পুলিশকে নিয়ে ডাকাতদলের পালানোর চেষ্টা- ধাওয়া করে গ্রেফতার-২

মোঃ ওবায়দুল হক মিলন,সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলা থেকে মামুন নামে টহলরত এক পুলিশ সদস্যকে ট্রাকে করে তুলে নিয়ে পালানোর চেষ্টা করে ডাকাত দল। পরে টহলে থাকা অন্য পুলিশ সদস্যরা ডাকাতদের ট্রাকের পিছু নিয়ে তাদের ধাওয়া দিয়ে শান্তিগঞ্জ থেকে ট্রাকটি জব্দসহ ডাকাত দলের দুই সদস্যকে আটক করে।
মঙ্গলবার (১৮ মার্চ) রাতে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলার মদনপুর-দিরাই রাস্তার দিরাই থানাধীন শরীফপুর এলাকায় গভীর রাতে একটি মালবাহী ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে দিরাই থানার টহল পুলিশ। সন্দেহ হলে দাঁড়িয়ে থাকার কারণ জানতে চান তারা। কোন সঠিক তথ্য না পাওয়ায় ট্রাকে কোনো অবৈধ পণ্য আছে কি না তা যাচাই করতে পুলিশ সদস্য মামুন ট্রাকটির উপরে উঠেন। পরে পুলিশকে নিয়েই চলতে শুরু করে ট্রাকটি। এ সময় টহল গাড়ি নিয়ে পেছন ছুটে পুলিশ।
এক পর্যায়ে ট্রাকটি শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সিলেট থেকে আসা একটি প্রাইভেটকারকে ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। কারে থাকা কারো কোন ক্ষতি হয়নি জানা যায়, তবে এতে ডাকাত দলের দুই সদস্য আহত হন। পরে তাদেরকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী। তিনি বলেন, দিরাই থানার মামুন নামের এক কনস্টেবলকে নিয়ে ডাকাতরা পালিয়ে যেতে চেষ্টা করেছিল। পরে ধাওয়া করে দুই ডাকাত সদস্যকে আটক করা হয়েছে। তাদের নাম পরিচয় এখনও জানা যায়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.