Sharing is caring!

দক্ষিণ সুরমা প্রতিনিধি:
সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার বিগত মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উপর আলোচনা করা হয়।
সভায় মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদ্বয় গত মাসের প্রতিবেদন উপস্থাপন করেন। বিচ্ছিন্ন দু’একটি ঘটনা ছাড়া পরিস্থিতি স্বাভাবিক থাকায় সভায় সন্তোষ প্রকাশ করা হয়। দক্ষিণ সুরমায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর অপপ্রচার, যানজট, মাদক, জুয়াসহ অসামাজিক কার্যকলাপ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মোস্তাফিজুর রহমান, দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার সুশান্ত কুমার মহাপাত্র, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আব্দুল মুনতাকিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লুৎফর রহমান, উপজেলা মৎস কর্মকর্তা সুনন্দা রানী মোদক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোহাম্মদ মনোয়ার হুসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কুটি মিয়া, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির সাব্বির আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সিনিয়র সাংবাদিক চঞ্চল মাহমুদ ফুলর, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মামুন খান, মোগলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, দাউদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুল হক, কামালবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একরামুল হক, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপার ভাইজার মোঃ আব্দুল আজিজ প্রমুখ বক্তব্য রাখেন।