প্রিন্ট এর তারিখঃ মার্চ ২৫, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২০, ২০২৫, ৭:৫২ অপরাহ্ণ
আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ- শায়খ আলী হাসান উসামা

সালেহ আহমদ (স'লিপক):
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক শায়খ মুফতি আলী হাসান উসামা বলেছেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলামের আলোয় গোটা দেশকে আলোকিত করতে সর্বত্র ইসলামী অনুশাসন নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠায় ইসলামী আইন বাস্তবায়নের বিকল্প নেই। ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকল শ্রেণী-পেশার মানুষকে শরীক করতে হবে। ইনসাফভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তুলতে অন্ধকারে ইসলামের আলো জ্বালাতে হবে। দেশের বর্তমান অবস্থার পরিবর্তনে খেলাফত কর্মীদের দায়িত্বশীল ও আন্তরিকতার সহিত কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২০ মার্চ) সিলেট নগরীর দক্ষিণ সুরমা উপজেলার চন্ডিপুলস্থ একটি কমিউনিটি সেন্টারে তাক্বওয়াভিত্তিক সমাজ বিনির্মাণে মাহে রমাজানের ভূমিকা ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিসের কেন্দ্রীয় উলামা বিষয়ক সম্পাদক শায়খ মুফতি আলী হাসান উসামা এ কথাগুলো বলেন।
খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান আবদালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক কবির আহমদ, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা অলিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আলী নূর, জেলা শ্রমিক মজলিস নেতা মতিউল ইসলাম মতিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ সুরমা উপজেলা শাখার আমীর সাব্বির আহমদ, নায়েবে আমীর এড. নাজমুল ইসলাম, জাতীয়তাবাদী কৃষক দল দক্ষিণ সুরমা উপজেলা শাখার সদস্য সচিব শাহ্ মোজাম্মিল আলী, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি হাজী হেলাল আহমদ, সাংগঠনিক সম্পাদক জাহিদ আহমদ, ছাত্র মজলিস সিলেট পশ্চিম জেলা শাখার সভাপতি আব্দুর রহমান, উপ সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, সিলেট জেলা বাস, মিনিবাস, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী মইনু্ল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল মুহিত, সাংগঠনিক সম্পাদক আলী আকবর রাজন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি হাজী জাহাঙ্গীর আলম মুসিক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাধারণ সম্পাদক শরিফ আহমদ, গ্রীণ বাংলা সিলেটের সভাপতি মুহিবুর রহমান মুহিব, ছাত্র শিবির নেতা আনসার উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী কাচা মিয়া প্রমুখ।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.