আজ মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের ছুটিই জীবনে শেষ ছুটি আবেদের

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৮:৩৩ অপরাহ্ণ
ঈদের ছুটিই জীবনে শেষ ছুটি আবেদের

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়ায় পানিতে ডুবে মো: আবেদ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ মার্চ ) দুপুরে উপজেলার পদুয়া ইউনিয়নের সিকদার দীঘিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবেদ পদুয়া ইউনিয়নের মৌলভী পাড়ার মো: আবছারের ছেলে।
জানা যায় আবেদ চট্টগ্রাম শহরের একটি মাদরাসার দশম শ্রেণীর ছাত্র। ঈদের ছুটিতে পরিবারের সাথে ঈদ করতে চট্টগ্রাম শহর থেকে গ্রামে আসে। এ ছুটিই যেন তার জন্য হয়ে গেল জীবনের শেষ ছুটি। শুক্রবার দুপুরে কিশোর আবেদ বাড়ির পাশের সিকদার দিঘীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। এলাকার লোকেরা পুকুরে আবেদকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পদুয়া ইউনিয়ন পরিষদের সদস্য নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আবেদ শহর থেকে গ্রামের বাড়িতে এসে পার্শ্ববর্তী দিঘীতে গোসল করার সময় এ ঘটনা ঘটে।