রাকিব হাসান, মাদারীপুর প্রতিনিধি:
মাদারীপুর সদর ও কালকিনি উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক অসচ্ছল মানুষের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দিলেন মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান। শনিবার সকালে সদর উপজেলার ঝাউদী ইউনিয়নের চরহোগলপাতিয়া এলাকায় নিজ হাতে ঈদ সামগ্রী শাড়ি ও লুঙ্গি পৌঁছে দেন।
চরহোগলপাতিয়া এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুস ছামাদ বলেন, মাহমুদুল হাসান আমাদের এলাকার কৃতি সন্তান তার প্রতিবছরই মহতি কিছু উদ্যোগ থাকে সেই উদ্যোগের ফসল হিসেবে আমাদের সমাজের যারা সুবিধাবঞ্চিত তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে সেই উপহার নিয়ে আমাদের এলাকার সুবিধাবঞ্চিতরা আনন্দে ঈদ উদযাপন করতে পারে আমরা তার এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানাই।
এসময় মাদারীপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে প্রায় শতাধিক অসচ্ছল মানুষের মাঝে আমরা ঈদ উপহার দিয়েছি অসচ্ছল যে পরিবারগুলো আছে তাদেরকে ছাত্রদলের আদর্শে অনুপ্রাণিত করার জন্য। ছাত্রদল ভালো কর্মকান্ডে বাংলাদেশে জড়িত তারা বাংলাদেশকে একটা স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য সব সময় কাজ করছে ছাত্রদের মাঝে এবং অসচ্ছল বিভিন্ন মানুষের পাশে আমরা দাড়াচ্ছি এটাই হল ছাত্রদলের অনুপ্রেরণনা। নিজের সাধ্যের মধ্যে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.