আজ মঙ্গলবার, ২৫শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

তারেক রহমানের পক্ষ থেকে শহর ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

editor
প্রকাশিত মার্চ ২২, ২০২৫, ০৮:৫৯ অপরাহ্ণ
তারেক রহমানের পক্ষ থেকে শহর ছাত্রদলের ঈদ উপহার বিতরণ

Sharing is caring!

ইব্রাহিম খলিল, সাতক্ষীরা প্রতিনিধি :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে শহর ছাত্রদল।
শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের বিভিন্ন এলাকায় এসব উপহার সামগ্রী বিতরণ করেন শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম।
উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, ৭নং ওয়ার্ড বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন, সাতক্ষীরা সিটি কলেজ ছাত্রদলের নেতা রুবাই, সাতক্ষীরা দিবা-নৈশ কলেজ ছাত্রদলের তামিম রশিদ, ৫নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সভাপতি আরিফ হোসেন, ২নং ওয়ার্ড ছাত্রদল নেতা নাঈমসহ অন্যান্য নেতাকর্মীরা।
শহর ছাত্রদলের সদস্য সচিব শাহিন ইসলাম বলেন, “তারেক রহমানের নির্দেশনায় আমরা অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। ঈদ মানে আনন্দ, আর সেই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নিতেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকবো।”
এই মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে উপহার পাওয়া পরিবারগুলো শহর ছাত্রদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।