প্রিন্ট এর তারিখঃ মার্চ ৩১, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৮:১৯ অপরাহ্ণ
সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় দুই জনের মৃত্যু আহত ১

মোঃ ওবায়দুল হক মিলন, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় দুইজন মৃত্যুরন করেছেন।
রবিবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে ছাতক সুরমা ব্রীজের গোলচত্ত্বর সংলগ্ন ছাতক- গোবিন্দগঞ্জ সড়কে একটি মোটর সাইকেল,একটি ড্রাম ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা'র ত্রিমুখী সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটেছে ।
দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী উপজেলার কালারুকা ইউনিয়নের করছখালী গ্রামের হুমায়ুন রশিদ ও শাহিন মিয়া এবং নয়া লম্বাহাটি গ্রামের হুসাইন আহমেদ গুরুতর আহত হন।স্থানীয়রা আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুন রশিদ করছ খালী গ্রামের ফারুক মিয়ার পুত্র ও নিহত শাহিন মিয়া একই গ্রামের নোয়াব আলীর পুত্র। অপর আহত হোসাইন আহমদকে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।সে কালারুকা ইউনিয়নের নয়া লম্বাহাটি গ্রামের সুনুর মিয়ার পুত্র।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মোখলেছুর রহমান আকন্দ দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সংবাদ তিনি পেয়েছেন বলে আমাদের জানিয়েছেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.