প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ৪:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৩, ২০২৫, ৮:২৭ অপরাহ্ণ
সিলেটে চা-শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধের দাবিতে মশাল মিছিল

উৎফল বড়ুয়া, সিলেট
কালাগুল, ছড়াগাঙ্গ ও বরজান বাগানের চা-শ্রমিকদের দীর্ঘ ১৪ সপ্তাহের বকেয়া মজুরি ও ৮ সপ্তাহের রেশন পরিশোধের দাবিতে নগরীতের মশাল মিছিল বের করা হয়।
শনিবার ২২ মার্চ সন্ধ্যায় সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কোর্ট পয়েন্টে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে শেষে হয়।
মশাল মিছিল পরবর্তী সমাবেশে চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিষদের সংগঠক অধীর বাউরীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলার সভাপতি মনীষা ওয়াহিদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সহ-সভাপতি সুমিত কান্তি দাস পিনাক, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল সিলেট জেলার সভাপতি তানজিনা বেগম, বিপ্লবী ছাত্র মৈত্রী সিলেট জেলার সভাপতি সরফরাজ সানোয়ার,বাম ছাত্র নেতা বিশ্বজিৎ শীল প্রমুখ।
বক্তারা বলেন, আপনারা জানেন দীর্ঘ ১৪ সপ্তাহ থেকে এইসকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করা হচ্ছে না। ফলে তারা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে বাধ্য হচ্ছে। ৩ মাস ধরে শ্রমিকরা ডিসি, শ্রমদপ্তরের দ্বারে দ্বারে ঘুরছেন। কেউ কর্ণপাত করছে না। অথচ হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে,হচ্ছে। মাত্র অল্প কিছু টাকার জন্য কয়েক হাজার চা শ্রমিক অনাহারে অর্ধাহারে থাকছেন। সাধারণত এ সকল ক্ষেত্রে শ্রমিকদের মজুরি নিশ্চিতের দায়িত্ব সরকার বা মালিকদের সংগঠনের। তাই অবিলম্বে বড়জান, কালাগুলসহ সকল বাগানের চা শ্রমিকদের বকেয়া মজুরি ও রেশন পরিশোধ করা জরুরি।
বক্তারা আরোও বলেন, বকেয়া মজুরি ও রেশনের দাবিতে যেকোন ন্যায় আন্দোলনে ছাত্ররা চা শ্রমিকদের পাশে থাকবে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.