ফাহাদ, লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) বিকালে উপজেলা সদরের মাশাবি রেস্টুরেন্টের হল রুমে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি এম. সাইফুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে সংগঠনের, সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ`র সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান, সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তৌফিকুল আলম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুর রহমান, লোহাগাড়া ট্রাফিক বিভাগের ইনচার্জ হাসানুজ্জামান হায়দার, নাগরিক ঐক্য `র প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবদুল মাবুদ, উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তাফা আমিন,উপজেলা জামায়েত ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম ছলিম উদ্দিন খোকন চৌধুরী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাষ্টার আবদুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলার যুগ্ম আহবায়ক আবদুল্লাহ আল নোমান, সংগঠক তামিম মির্জা,জাতীয় নাগরিক কমিটি লোহাগাড়া উপজেলা প্রতিনিধি সদস্য জহির উদ্দিন, আলোকিত বাংলাদেশ চেয়ারম্যান নুর মোহাম্মদ।
দোআ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বটতলী শহর উন্নয়ন কমিটির আহবায়ক কাজী নুরুল আলম চৌধুরী।
ইফতার মাহফিলে লোহাগাড়া প্রেস ক্লাবের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।