Sharing is caring!
স্বাধীনতা হয় বঙ্গবন্ধুর মহাকাব্যের ভাষণ
স্বাধীনতা হয় লাল-সবুজে বাংলাদেশের আসন।।
স্বাধীনতা আজ রাখতে হবে তোমার আমার ধরে
জন্ম থেকে জন্মান্তরে সবার ঘরে ঘরে।।
স্বাধীনতা হয় স্বপ্নে পাওয়া পরম ভালোবাসা
স্বাধীনতা হয় সবার চাওয়া বেঁচে থাকার আশা।।
স্বাধীনতা মানে কারো অধিকার খর্ব করা নয়
স্বাধীনতা মানে নিজেই নিজের গর্ব করা নয়।।
স্বাধীনতা নয় অত্যাচারির অশুভ বিষের ক্ষত
স্বাধীনতা হয় নির্মল সজিব নীরোগ বায়ুর মতো।
স্বাধীনতা মানে নয়তো লুটপাট জালিমের কোনো শাসন
স্বাধীনতা মানে আমজনতার আবাসন খাদ্য বসন।।
স্বাধীনতা হয় কবির কবিতা শিল্পীর আঁকা ছবি
স্বাধীনতা ওই দূরনীলিমার ঊষায় রাঙা রবি।।
স্বাধীনতা কী এমনি এসেছে তোমার আমার মাঝে
উত্তাল জনতার কত যে হাহাকার এখনো কানে বাজে।।
স্বাধীনতা হয় মায়ের আঁচলে জরানো মমতা
স্বাধীনতা হয় ভাইয়ে বোনের আদুরী মৌনতা।।
স্বাধীনতা হয় পিতার স্বপ্ন অনেক বড় হবার
স্বাধীনতা হয় কর্মগুণে অমর হয়ে র’বার।।
স্বাধীনতা নয় শক্তিরজোরে যা ইচ্ছা তাই করা
স্বাধীনতা হয় লাখো শহিদের রক্ত দিয়ে গড়া।।
স্বাধীনতা নয় উল্লাস করে ফোটানো আতশবাজি
স্বাধীনতা হয় সত্য-ন্যায়ে জীবন রাখা বাজি।।
স্বাধীনতা নয় চিৎকার করে জয় বাংলার গান
স্বাধীনতা হয় দেশপ্রেম আর বাঁচানো তাহার মান।।
স্বাধীনতা হয় দুখি মানুষের ফেরানো মুখের হাসি
স্বাধীনতা নয় অবিচার করে দিয়ে দাও কারো ফাঁসি।।
স্বাধীনতা আজ নির্মমতায় গোমরে গোমরে কাঁদে
স্বাধীনতা আজ বন্দী থাকে অপশক্তির ফাঁদে।।
স্বাধীনতা হোক সুধীজনের বোধিত সমাবেশ
স্বাধীনতা হোক সবার জন্যে মুক্ত পরিবেশ।।
স্বাধীনতাটা নয়তো কোনো নেতার পান্থশালা
স্বাধীনতাটা পায়নি যারা তারাই বুঝে জ্বালা।।
স্বাধীনতাটা এমনই শক্তি একবার বেড়ে গেলে
স্বাধীনতাটা জাগাতে পারে কৃষক শ্রমিক জেলে।।
স্বাধীনতা হয় সবখানে তাই সবার কথা বলা
স্বাধীনতা হয় স্বাধীনভাবে স্বাধীন পথে চলা।।