Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ীঃ
মৌলভীবাজার জেলার জুড়ীতে “জুড়ী প্রেসক্লাবের” উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ মার্চ ) জুড়ী মডেল একাডেমিতে জুড়ী প্রেসক্লাবের সভাপতি তানজির আহমেদ রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সুত্রধর।
ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. তাজুল ইসলাম (তারা মিয়া), জুড়ী থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল হক, উপজেলা কৃষি অফিসার মাহমুদুল আলম খান, উপজেলা মৎস কর্মকর্তা মো: মনিরুজ্জামান, পিডিবির আবাসিক প্রকৌশলী কবির আহমেদ, উপজেলা শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক ডা. মোস্তাকিম হোসেন বাবুল, যুগ্ম আহবায়ক মতিউর রহমান চুনু, পশ্চিমজুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সুজাউদ্দৌলা, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা তপন সুত্রধর, বিশিষ্ট সমাজসেবক হাবিবুর রহমান হাবিব, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসহাক আলী, গ্রাম উন্নয়ন কার্যক্রম গ্রাউকের চেয়ারম্যান অশোক রঞ্জন পাল, রত্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল আজিজ, হাসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরমান আলী, জাঙ্গালীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, ছাত্র সমন্বয়ক তারেক রহমান, আফজাল হোসেন, সাইদুল ইসলাম হৃদয়, জুড়ী থানার এসআই মামুন মিয়া, ফরহাদ মিয়া, ডিএসবি হাবিবুর রহমান, প্রবাসী লাল মিয়া, মুজিবুর রহমান, সমাজসেবক মিজানুর রহমান প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ইমরানুল ইসলাম, সহ-সভাপতি সামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম সরকার, সদস্য হারিছ মোহাম্মদ, আব্দুল বাছিত, অর্থ সম্পাদক হাবীবুর রহমান খাঁন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আদনান চৌধুরী, কামরান হোসেন, মাহমুদ উদ্দিন প্রমুখ।
ইফতারের পূর্বে দোয়া পরিচালনা করেন জুড়ী উপজেলা পরিষদ কমপ্লেক্স জামে মসজিদের ইমাম মাওলানা আরিফ বিল্লাহ।