ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম) :
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (২৫ মার্চ) দিবাগত রাতের প্রথম প্রহরে বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদার মধ্য দিয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব সাজ্জাদুর রহমান চৌধুরীর নেতৃত্বে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সব ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।