প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১, ২০২৫, ১০:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৭:২৭ অপরাহ্ণ
অসুস্থ গীতিকবি হাফেজ দেওয়ান মফিজুল ইসলাম সুস্থতার জন্য দোয়া চেয়েছেন

সিলেট ডেস্ক:
বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক প্রতিভাবান গীতিকবি হাফেজ দেওয়ান মফিজুল ইসলাম দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে বেশ কিছুদিন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বর্তমানে নিজবাড়িতে অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডাঃ মোহাম্মদ মুসা এর অধিনে চিকিৎসাধিন আছেন।
মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউপির বলিয়ারভাগ গ্রামের অধিবাসী গীতিকবি হাফেজ দেওয়ান মফিজুল ইসলাম বলেন, আল্লাহর রহমত ও সবার দোয়ায় এখন ভালো আছি। রমাদানের কিছুদিন পূর্বে হঠাৎ করে কোমরে ব্যাথা অনুভব করি। ক্রমাগত ব্যাথা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। অসহ্য যন্ত্রণা নিয়ে সবার পরামর্শে সিলেটে ডাক্তারের কাছে গেলে রোগ নির্ণয়ের জন্য বিভিন্ন প্রকার টেস্ট করান এবং আমাকে ওসমানী হাসপাতালে ভর্তি করান। ১৫ দিন হাসপাতালে চিকিৎসার পর আমাকে বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এবং দুই মাস ঔষধ সেবনের পরামর্শ দেয়া হয়। ডাক্তার বলেছেন কোমরে মাংস বেড়ে গেছে। ঔষধে তা সেরে যাওয়ার কথা। যদি না সারে তাহলে অপারেশন করা লাগবে। তিনি দেশ-বিদেশে বসবাসরত আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব, পাড়া-পড়শী সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
বাংলাদেশ পোয়েটস ক্লাব এর চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী প্রতিভাবান গীতিকবি হাফেজ দেওয়ান মফিজুল ইসলাম এর দ্রুত সুস্থতার কামনা করেছেন। শোকবার্তায় তিনি বলেন, হাফেজ দেওয়ান মফিজুল ইসলাম একজন প্রতিভাবান গীতিকবি। তিনি চমৎকার হাসি খুশি উদার মনের একজন মানুষ। তার লেখনী দেশ, সমাজ ও মানবতার কথা বলে। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি।
এছাড়াও গীতিকবি হাফেজ দেওয়ান মফিজুল ইসলাম এর শারীরিক অবস্থার খোঁজখবর এবং দ্রুত সুস্থতার কামনা করেছেন বাংলাদেশ পোয়েটস ক্লাব মৌলভীবাজার জেলা শাখার উপদেষ্টা গবেষক কবি ড. সৈয়দ মাসুম, সালেহুর রহমান বুলবুল, শেখ তফাজ্জুল হোসেন তবারক, সভাপতি কবি মোঃ সালেহ আহমদ (স'লিপক), সহ-সভাপতি কবি রিপন কান্তি ধর (রূপক), সহ-সভাপতি শামিমা রিতু, সাধারণ সম্পাদক কবি সৈয়দ আহমেদ জাবের, সহ-সাধারণ সম্পাদক ছড়াশিল্পী মিনারা আজমী, সাংগঠনিক সম্পাদক দিলোয়ার হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক সায়েরা সাবেতি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবৃত্তিশিল্পী সাদিয়া জান্নাত নিছা, নির্বাহী সদস্য যুক্তরাষ্ট্র প্রবাসী কবি শহীদুর রহমান সায়েদ, যুক্তরাজ্য প্রবাসী রাজিব মাহমুদ, যুক্তরাজ্য প্রবাসী কেএএম জহির হোসেন মনসুর, জারাজিস খাঁন, সাকেরা বেগম, মাল্যশ্রী তামান্না, শাহ্ জাকী, দিলরুবা বেগম, সাথী মনি কর, তাসলিমা আক্তার সামিয়া, খোকন মিয়া।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.