প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৩:২৪ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৯:৪১ পূর্বাহ্ণ
বাঘায় মহাপরিচালকের ঈদ উপহার পেলেন আনসার-ভিডিপির কমান্ডার- দলনেতা-দলনেত্রী

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় প্রথমবারের মতো আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর ঈদ উপহার পেলেন বাঘা উপজেলার কমান্ডার, দল নেতা-দলনেত্রী।
বৃহস্পতিবার (২৭ মার্চ ২০২৫) দুপুরে বাঘা উপজেলা আনসার ভিডিপির নিজস্ব কার্যালয়ে আনসার ও ভিডিপির কমান্ডারসহ সম্মানী ভাতা প্রাপ্ত ৬২ জন দলনেতা-দলনেত্রীদের মাঝে মহাপরিচালকের প্রদানকৃত ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উপজেলা আনসার ভিডিপি অফিসার (অ:দা:) সাকিব উল মওলা এর নেতৃত্বে ঈদ উপহার বিবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-উপজেলা আনসার-ভিডিপি প্রশিক্ষক রাজন কুমার, উপজেলা প্রশিক্ষিকা মাহফুজা খানম, উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তার, সহকারী কোম্পানি কমান্ডার এনারুল ইসলাম, ইউনিয়ন দলনেতা আমজাদ হোসেন সহ ওয়ার্ড দলনেতা সোহেল রানা, আলমগীর, বিপুল, জুয়েল, আশরাফুল ইসলাম, ওয়ার্ড দলনেত্রী লাবনী, পলি, চম্পা, মহিমা,পাপিয়া সুলতানা, সবুজ, বিদ্যুৎ, লাইলি, হামিদ মিঞা, রুহুল আমিন, মতিউর, আসাদুজ্জামান, জোৎস্না ও রায়হান প্রমুখ ।
উল্লেখ্য, উপজেলার ৬২ জন সম্মানী ভাতা প্রাপ্তদের মাঝে বাহিনীর মনোগ্রাম সম্বলিত ব্যাগে ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল- পোলাও চাউল, লাচ্চা,লুডুস, সেমাই, দুধ সুজি, ঘি। ঈদ সামগ্রী পেয়ে সকলেই আনন্দ প্রকাশ করেন এবং এ ধারা আগামীতেও চলমান রাখার জন্য অনুরোধ করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.