আজ সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলছড়া চা বাগানে রোজাদারদের সাথে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ০৩:৪৭ অপরাহ্ণ
ফুলছড়া চা বাগানে রোজাদারদের সাথে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ফুলছড়া জামে মসজিদে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে পবিত্র রামাদ্বান এর সম্মানে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে রোজাদারদের সাথে ইফতার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ২৬ রামাদ্বান ফুলছড়া জামে মসজিদে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাব এর সদস্যবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও এলাকার রোজাদার মুসল্লিদের অংশগ্রহণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার মাহফিলে মোঃ ধন মিয়া, আবদাল মিয়া, রমা রঞ্জন দেব, জয়নাল আবেদীন, রুপক দত্ত চৌধুরী, মুনসুর আহমেদ, হুমায়ূন রহমান বাপ্পী, আব্দুল মজিদ ও আনিসুল ইসলাম আশরাফী সহ সংগঠনের অনন্য সদস্যবৃন্দ এবং ফুলছড়া চা বাগান জামে মসজিদের মুসল্লীগণ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্ব আলোচনায় রামাদ্বানের পবিত্রতা রক্ষায় মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনে সিয়াম সাধনার এই পবিত্র মাসে শান্তিপূর্ণ ও কুসংস্কার মুক্ত সমাজ বিনির্মাণে শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত রোজাদারদের সাথে এই ইফতার প্রোগ্রামটি সম্পর্কে উপস্থিত রোজাদারগণ সন্তুষ্টি প্রকাশ করেন।
ফুলছড়া জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ আব্দুস সোবহান শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের সকল সাংবাদিকদেরকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা আমাদের এখানে এসেছেন এবং আমাদের নিয়ে ইফতার করেছেন। আমাদের মুসুল্লিসহ এলাকার রোজাদারদের এবং ছোট বাচ্চাদের অংশগ্রহণটা ছিল অত্যন্ত সুন্দর, আমরা শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবের উন্নতি কামনা করি।
স্থানীয় মুরুব্বী মোঃ আবু বকর শ্রীমঙ্গল অনলাইন প্রেসক্লাবকে ধন্যবাদ জানান এবং সবার অংশগ্রহণে ইফতার প্রোগ্রামে উপস্থিত হতে পেরে তিনি শুকরিয়া প্রকাশ করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলিমদের জন্য মহান আল্লাহর কাছে তাদের হেফাজত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।