আজ সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের শুড়িগাঁও শাখার পুরস্কার বিতরণ

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় দারুল ক্বিরাত ফুলতলী ট্রাস্টের শুড়িগাঁও শাখার পুরস্কার বিতরণ

Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমার উপজেলার তেতলি ইউনিয়নের শুড়িগাঁওয়ে দারুণ ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মোহাম্মদপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বাদ জুম্মা দারুণ ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট মোহাম্মদপুর জামে মসজিদ শাখা কেন্দ্রের সভাপতি ও মসজিদ পরিচালনা কমিটির মোতাওয়ালি হাজী বাবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল দারুস সুন্নাহ ইয়াকুবিয়া মাদ্রাসার প্রাক্তন শিক্ষক, সিনিয়র সাংবাদিক হাজী এম আহমদ আলী।
রেজওয়ান হোসেন এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলাম ইসলামিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সুপার ও কেন্দ্রের নাজিম মাওলানা আব্দুল বারী, কেন্দ্রের প্রধান ক্বারি মাওলানা আব্দুল হাফিজ।
এসময় শুড়িগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলী আহমদ তারেক, সমাজসেবী শানুর মিয়া, আবদুল মুকিত, মোঃ ছুরাব আলী, সাইফুল ইসলাম মুরাদ প্রমুখ বক্তব্য রাখেন। পরে অতিথিরা শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।