আজ সোমবার, ৩১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় তরগাঁও ইউনিয়ন ৯ নং ওয়ার্ড  বিএনপির উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল 

editor
প্রকাশিত মার্চ ২৮, ২০২৫, ০৩:৫২ অপরাহ্ণ
কাপাসিয়ায় তরগাঁও ইউনিয়ন ৯ নং ওয়ার্ড  বিএনপির উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 180; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

Sharing is caring!

আকরাম হোসেন হিরন, কাপাসিয়া প্রতিনিধিঃ
গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়ন  ৯ নং ওয়ার্ড  বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের  উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সন্ধ্যায় তরগাঁও ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে  ইফতার ও দোয়া মাহফিলে অনুষ্ঠিত হয়।
তরগাঁও  ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি হাবিবুল্লাহ বেপারীর সভাপতিত্বে  ইফতার ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ বদরুজ্জামান বেপারী।
বিশেষ অতিথি ছিলেন কাপাসিয়া উপজেলা বিএনপির উপদেষ্টা  প্রফেসর মাসুদ আহমেদ, তরগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শফি উল্লাহ কাজল, ৮ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি মোঃ হযরত আলী, ৯ ওয়ার্ড বিএনপি সহ-সভাপতি ওয়াজ উদ্দিন মোড়ল, ইউনিয়ন বিএনপি সদস্য মোঃ মিজানুর রহমান মোড়াল,ইউনিয়ন বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ আলতাফ সরকার, ৯ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক তারা ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান লিটন,সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক সহ তরগাঁও  ইউনিয়ন বিএনপির এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।