তাপস দাশ শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পবিত্র ঈদ ঊল ফিতরকে সামনে রেখে মৌলা বকস্ করিম বকস্ লিমিটেডের (ডিস্ট্রিবিউটর- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো) পক্ষ থেকে ৬৫ জন দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) এমবিকেবি’র মানবিক এই উদ্যোগের মাধ্যমে ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রয়াস নেওয়া হয়। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল— ১ কেজি পোলাও চাল, ১ কেজি চিনি, ১ প্যাকেট গুড়া দুধ, ১ কেজি মসুর ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি আলু, ১ প্যাকেট সেমাই ও ১ কেজি লবণ।
এই মহতী আয়োজনে উপস্থিত ছিলেন মৌলা বকস্ করিম বকস্ লিমিটেডের মৌলভীবাজার জেলার বিজনেস ম্যানেজার গোপাল কর, অপারেশন ম্যানেজার শেখ শাইদুল ইসলাম এবং সেলস ম্যানেজার ওমর ফারুক।
বিতরণ কার্যক্রম সম্পর্কে বিজনেস ম্যানেজার গোপাল কর বলেন, “ঈদ কেবল একটি উৎসব নয়, এটি ভালোবাসা ও সহমর্মিতার এক মহৎ প্রতিচ্ছবি। সমাজের প্রতিটি মানুষ যেন এই আনন্দের অংশীদার হতে পারে, সেটাই আমাদের প্রত্যাশা। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, সমাজের কিছু মানুষ এখনও ন্যূনতম প্রয়োজন মেটাতে হিমশিম খায়। ঈদের দিনে যেন তারা নিজেকে উপেক্ষিত অনুভব না করে, সেই ভাবনা থেকেই আমাদের এই ছোট্ট প্রয়াস।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, মানবতা তখনই পূর্ণতা পায়, যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি। আসুন, আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াই, কারণ প্রকৃত আনন্দ তখনই আসে, যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি।”
অপারেশন ম্যানেজার শেখ শাইদুল ইসলাম বলেন, “সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমরা সবসময় মানুষের পাশে থাকতে চাই। ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখার ইচ্ছে রয়েছে।”
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে ওঠা এই প্রয়াসটি শুধু উপহারসামগ্রী বিতরণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি ভালোবাসা, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের এক অনন্য বহিঃপ্রকাশ।