প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৬:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৫, ৪:০০ অপরাহ্ণ
সাংবাদিকদের সম্মিলিত প্রচেষ্ঠায় এগিয়ে যেতে পারে বাংলাদেশ: নূর মোহাম্মদ

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
সম্প্রীতির লোহাগাড়া গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামের লোহাগাড়ার অন্যতন সামাজিক ও অর্থনৈতিক সংগঠন আলোকিত বাংলাদেশ এর উদ্যোগে সাংবাদিক ও সুশীল ব্যক্তিদের নিয়ে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার গ্র্যান্ড মাশাবী রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ও মতবিনিময় সভায় সংগঠনটির চেয়ারম্যান নূর মোহাম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইনামুল হাছান।
হাফেজ মোঃ মুছা তুরাইন ও সৃজন সাকিব এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের লোহাগাড়া উপজেলা শাখার আমির আসাদুল্লাহ ইসলামাবাদী, বটতলী শহর উন্নয়ন কমিটির আহ্বায়ক কাজী নুরুল আলম, লোহাগাড়া প্রেসক্লাবের সভাপতি সাইফুদ্দিন চৌধুরী, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ মুসলিম উদ্দিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক তামিম মির্জা, প্রফেসর আব্দুল হামিদ প্রমূখ।
আলোকিত বাংলাদেশ এর চেয়ারম্যান নূর মোহাম্মদ তার বক্তব্যে জানান, সাংবাদিকরা হলেন জাতির বিবেক। সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে জাতি সঠিক তথ্য ও আইনের শাসন পাবে। সাংবাদিকতাকে আরও এগিয়ে নিতে তিনি আরও বলেন, সাংবাদিকতার গেফটা পূরণ করতে যখন যেভাবে সহযোগিতা প্রয়োজন তিনি সব সময় পাশে থাকবেন।
এসময় লোহাগাড়ার কর্মরত সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও লোহাগাড়ার গুণীজনরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.