Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুর কালীগঞ্জে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার বাহাদুরসাদীর খলাপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫’শ দুস্থ অসহার ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের আমীর হাফেজ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অথিথী হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীল মাওলানা মাহমুদুল হাসান।
বাহাদুরসাদী ইউনিয়ন জামায়াতের বায়তুল মাল সম্পাদক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মাহমুদুল হাসান বলেন, আমরা জনগণের সেবার জন্য নিজেদের উজার করে দিয়েছি। সাধ্যমত তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যতটুকু পেরেছি তাই নিয়ে উপজেলার দরিদ্র মানুষের হক আদায় করার চেষ্ট করেছি। আমরা আশা করবো সমাজের বিত্তবান ও সামর্থ্যবান মানুষ আর্তমানবতার সেবায় এগিয়ে এসে উজ্জল দৃষ্টান্ত রাখবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ, উপকারভোগী পরিবারের সদস্য এবং উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
এর আগে উপজেলার পৌরসভার চৈতরপাড়া এলাকায় ৬টি দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়।