Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া চট্টগ্রাম:
চট্টগ্রামের লোহাগাড়ায় ১১টি তক্ষকসহ এক পাচারকারীকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার (২৮ মার্চ) সকালে লোহাগাড়া থানার ওসি আরিফুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটককৃত পাচারকারীর নাম বিল্লাল (৩২)। তিনি সাতক্ষীরা জেলার তালা উপজেলার বাবু পলা এলাকার মৃত আবদুল কাদেরের পুত্র।
থানা পুলিশ সুত্রে জানা গেছে, পাচারকারী বিল্লাল চট্টগ্রাম-কক্সবাজার অভিমূখী যাত্রীবাহী বাসে করে ব্যাগের ভেতর লুকিয়ে কক্সবাজারের টেকনাফ থেকে সাতক্ষীরার উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিত সময়ে চুনতি ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকা অভিযান চালিয়ে ১১টি তক্ষক উদ্ধার করা হয় এবং বিল্লালকে আটক করতে সক্ষম হয়।
লোহাগাড়া থানার সেকেন্ড অফিসার এসআই জাহেদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া তক্ষকগুলো আইনী প্রক্রিয়া শেষে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। পাচারকারীর বিরুদ্ধে বন আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। পাচারকারীকে আগামী কাল শনিবার সকালে চট্টগ্রাম আদালতে সৌপর্দ করা হবে বলেও জানান।