আজ মঙ্গলবার, ১লা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

সিলেটের বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

editor
প্রকাশিত মার্চ ২৯, ২০২৫, ০৫:১৬ অপরাহ্ণ
সিলেটের বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান

Sharing is caring!

সিলেট ডেস্ক :
সিলেট সদর উপজেলার ৮নং কান্দিগাঁও ইউনিয়নের বসন্তরাগাঁও এলাকায় প্রথম রামাদ্বান হইতে ২৭ রামাদ্বান পর্যন্ত মাসব্যাপী সহীহ শুদ্ধ কুরআন শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট বসন্তরাগাঁও শাখা কেন্দ্রের পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বসন্তরাগাঁও জামে মসজিদে আব্দুন নুরের সভাপতিত্বে প্রথম অধিবেশনে ইসলামী আলোচনা ও বিশেষ মোনাজাত করেন হযরত মাওলানা মর্তুজ আলী আমানতপুরী।
দ্বিতীয় অধিবেশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রেটার কামালবাজার ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে শাখার সাধারণ সম্পাদক বখতিয়ার খাঁন। স্বাগত বক্তব্য রাখেন বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার নাজিম শামসুল হক।
মাওলানা আব্দুল হামিদের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন আয়শা মনোয়ারা দাখিল মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুস সালাম, সাংবাদিক অলিউর রহমান, জালালাবাদ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিদ্দিকুর রহমান খালেদ, আল ফাহিম আহমদ, বসন্তরাগাঁও দারুল ক্বিরাত শাখার সহ নাজিম বাবুল মিয়া, অর্থ সম্পাদক সানুর মিয়া, প্রধান কারী মাওঃ ইসলাম উদ্দিন, হাফিজ মোঃ বুরহান উদ্দিন, আবু সুফিয়ান, ক্বারী জাবের আহমদ, ক্বারী মনির আহমদ, ক্বারীয়া আনজুমা খানম, ক্বারীয়া নাজমা বেগম, কারিয়া শিরিনা বেগম, ক্বারী জয়নাল আবেদীন।
এসময় এলাকার মুরব্বি আরশ আলী, সিদ্দিক আলী, আব্দুল জব্বার সহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন।