সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের সিরাজ মিয়ার মেয়ে সুমাইয়া (৮)। মা-বাবার সাথে থাকতেন ঢাকায়। ঈদ উদযাপন করতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে শনিবার ২৯ মার্চ ভোরে ঢাকা থেকে সুনামগঞ্জে ফেরেন তারা।
সকাল ৭টার দিকে সুনামগঞ্জ-সিলেট-ঢাকা মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার আহসানমারা ব্রিজের পার্শ্বে নিজ বাড়ির সামনে বাস থেকে নামেন। তবে বাস থেকে নামলেও আর বাড়িতে ঢোকা হয়নি শিশু সুমাইয়ার। বাস থেকে নেমে সড়ক পারাপারের সময় নূর পরিবহনের (ঢাকা মেট্রো ব- ১১১৬৯৮) একটি বাস চাপা দিয়ে যায় সুমাইয়াকে। ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।
এসময় ক্ষুব্ধ হয়ে স্থানীয়রা মহাসড়কে জড়ো হয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেন৷ কিছু সময় বন্ধ থাকার পর শান্তিগঞ্জ থানা ও জয়কলস হাইওয়ে পুলিশ যানচলাচল স্বাভাবিক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়কলস হাইওয়ে থানা পুলিশের এসআই নাজমুল ইসলাম বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা থেকে সুনামগঞ্জে ফিরছিল পরিবার। বাস থেকে নেমে বাড়ি ফেরার খুশিতে রাস্তা পার হতে গেকে আরেকটি বাস চাপা দেয়। এ ঘটনায় শিশুটি নিহত হয়। ঘাতক বাস চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করা হয়েছে এবং মামলা দায়ের করা হয়েছে।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.