Sharing is caring!

সিলেট ডেস্ক:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামস্থ সিউর সাকসেস এডুকেশন এন্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অসহায়, দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯ মার্চ) বিকেলে সিউর সাকসেস একাডেমি হলে সংস্থার উপদেষ্টা ও সিলাম ইউপির ৭নং ওয়ার্ড সদস্য আহমদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষানুরাগী রোটারিয়ান ডাঃ মিফতাহুল হোসেন সুইট।
সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোতাকাব্বের ফাহাদ এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য ও দক্ষিণ সুরমা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মকর্তা মোঃ রোস্তম আলী, সিলাম শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সহ-সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তুরন, সিউর সাকসেস একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ রমজান আলী, চকেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহজাহান আহমদ, মেহেরুন্নেসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সদস্য এস এম ফাহিম, সিলাম জামে মসজিদ কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক এনামুল হক, সিলাম স্বপ্ন সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মোসাদ্দেক হোসেন সুজন, প্রতিবেশী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি জিয়া উদ্দিন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মোঃ কামাল খন্দকার, বিশিষ্ট সমাজসেবী নাজিম উদ্দিন।
এসময় সিউর সাকসেস একাডেমির পরিচালক এম আর সায়েক, সহ-পরিচালক আব্দুল্লাহ আল ফাহিম, একাডেমির সিনিয়র শিক্ষক ইমাদ উদ্দিন, রাসেল আহমদ, সহকারী শিক্ষক সুয়েব আহমদ, তাওহিদ ইসলাম, জুবায়ের আহমদ, জুবায়ের আহমদ রোমন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফিজ ফজলুর রহমান।