আজ বুধবার, ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

বরাইয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে ঈদ সামগ্রী ও ছাগল বিতরণ

editor
প্রকাশিত মার্চ ৩০, ২০২৫, ০৩:৫৮ অপরাহ্ণ
বরাইয়া ইসলামী পাঠাগারের উদ্যোগে ঈদ সামগ্রী ও ছাগল বিতরণ

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা জাংগালিয়া ইউনিয়নের বরাইয়া ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান সংগের উদ্যোগে মাস ব্যাপি কোরআন শিক্ষার সমাপনী অনুষ্ঠান, এলাকার দরিদ্র পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ছাগল বিতরণ করা হয়। পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়।

শনিবার (২৯ মার্চ) বিকেলে উপজেলার বরাইয়াসরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী পাঠাগারের সভাপতি নাছির উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাশিউদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ফ্রান্স প্রবাসী মোশারফ হোসেন বাবুল।

এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- ইউনিয়ন জামায়েতের সাধারণ সম্পাদক আঃ আউয়াল ভুইয়া, মাস ব্যাপি কোরআন শিক্ষার শিক্ষক মুফতি খলিলুর রহমান ফুলপুরী। সেনাবাহীনের সার্জেন্ট মোক্তাজুল ইসলাম, সংগঠনের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সদস্য জামাল উদ্দিন ফকির, এস.এই, খালেদ বেপারী, সৌদি আরব প্রবাসী শামীম ভুইয়া প্রমুখ।

এ সময় বক্তারা বলেন- সাধ্যমত দ্ররিদ্র পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যতটুকু পেরেছি তাই নিয়ে এলাকার দরিদ্র মানুষের হক আদায় করার চেষ্ট করেছি।

পরে এলাকার দরিদ্রা পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও ৫ ছাগল বিতরণ করা হয়েছে।