প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ৭:১৫ পূর্বাহ্ণ
বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত স্কুল শিক্ষক লতিফুর রহমান কচির দাফন সম্পন্ন

দোয়েল, বাঘা,রাজশাহী, প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় আহত পারসাওতা-বিনোদপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও বিএনপি নেতা লতিফুর রহমান ওরফে কচি (৫০) জানাযার নামাজ ১ এপ্রিল মঙ্গলবার সকাল ১১টায় তার কর্মস্থল শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানা যায়, উপজেলার বিনোদপুর গ্রামের মৃত বজলুর হক বাদলের বড় ছেলে বিএনপি নেতা লতিফুর রহমান ওরফে কচি ।পারিবারিক সুত্রে জানাযায় গত শনিবার ২৯ মার্চ মোটরসাইকেল যোগে উপজেলার মীরগঞ্জ থেকে বাড়িতে ফেরার পথে কুকুরের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন। তিন দিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৩১ মার্চ সোমবার ভোরে মারা যান । মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ বহু গুনগ্রাহী রেখে গেছেন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য দেবাশীষ রায় মধু, রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ন আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জল, সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা মামুন, বাঘা থানা বিএনপির সাবেক সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও নুরুজ্জামান খান মানিক, চারঘাট থানা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, রাজশাহী জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, উপজেলা জামায়াতের সাবেক আমির মাওলানা জিন্নাত আলী, বাঘা থানা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সাবেক সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,পৌর বিএনপির সাধারন সম্পাদক তাফিকুল ইসলাম,বাজুবাঘা ইউপি চেয়ারম্যান ও বিএনপি সভাপতি এ্যাড.ফিরোজ আহমেদ রনজু,প্রভাষক আব্দুল হানিফ মিঞাসহ জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষক ও এলাকার শ্রেণীপেশার লোকজন।
পারিবারিক ও দলীয় সুত্রে জানা যায়, লতিফুর রহমান ওরফে কচি বাঘা উপজেলা জাসাসের সাবেক সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী জেলা তাঁতী দলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দলীয়,সামাজিক ও শিক্ষক প্রতিনিধি।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.