filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
brp_mask:0;
brp_del_th:null;
brp_del_sen:null;
delta:null;
module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 43;
Sharing is caring!

আকরাম হোসেন হিরন, কাপাসিয়া প্রতিনিধিঃ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে বিদেশি চিকিৎসক ঈদ-পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে ১ এপ্রিল মঙ্গলবার দুপুরে কাপাসিয়া উপজেলার টোক বীর উজুলী আব্দুল আলিম বৃদ্ধাশ্রম পরিদর্শন করেন।
শাহজাহান স্মৃতি ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভাপতি সমাজ বন্ধু ও ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালের ডি জি এম মোঃ ইকবাল হোসাইন এর মহতী উদ্যোগে এই বৃদ্ধাশ্রমে আসেন তারা।
পরিদর্শনে আসেন অফথ্যালমোলজিস্ট নাইজেরিয়া ডাঃ ওমর মোরতালা মাহমুদ,ইস্পাহানী ইসলামিয়া ইপিডিমিওলজিস্ট সাইনটিস্ট মোহাম্মদ সামসাল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন টোক মানবতার ঘরের প্রতিষ্ঠাতা শিক্ষক মোহাম্মদ মমতাজ উদ্দিন, বীর উজুলী মডেল একাডেমী পরিচালক মোঃ আশরাফুল আলম আসাদ, সাংবাদিক আকরাম হোসাইন হিরন,আসাদুল্লাহ মাসুম প্রমুখ।
চিকিৎসকরা প্রবীণদের স্বাস্থ্য সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন স্বাস্থ্য পরামর্শ দেন। পাশাপাশি, তাঁরা বৃদ্ধদের সঙ্গে গল্প করেন ও ঈদের আনন্দ ভাগ করে নেন।
বৃদ্ধাশ্রমের এক বাসিন্দা আবেগাপ্লুত হয়ে বলেন, “এতোদিন পর কেউ আমাদের এভাবে মনে রেখেছে, তাতেই আমরা খুশি। ঈদের আনন্দ যেন আজ সত্যিই পূর্ণ হলো।”
এস এস ওয়েলফেয়ার ফাউন্ডেশন সভাপতি সমাজ বন্ধু ইকবাল হোসাইন বলেন আমাদের উদ্দেশ্য ভালোবাসা ও সহমর্মিতার বার্তা ছড়িয়ে দেওয়া। প্রবীণরা আমাদের সমাজের গুরুত্বপূর্ণ অংশ, তাঁদের খুশি দেখেই আমাদের আনন্দ।
ইপিডিমিওলজিস্ট মোহাম্মদ সামসাল ইসলাম বলেন ঈদের আনন্দ সবার জন্য। অনেক বৃদ্ধ মা-বাবা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে একাকীত্বে দিন কাটান। আমরা চাই, অন্তত ঈদের তারা যেন ভালোবাসা ও আনন্দের স্পর্শ পান। বৃদ্ধদের সাথে ঈদ পরবর্তী স্বাস্থ্যের খোঁজ খবর নিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এবং ভবিষ্যতে তিনি তাদের স্বাস্থ্যের খোঁজ নিবেন। আর টোকের টিএসডিএ পরিদর্শন করেন এবং তাদের পরামর্শ দেন ভবিষ্যতে সামাজিক ভালো কাজে সুযোগ রয়েছে।
এরপরে পরিদর্শনে যান টোক সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন কার্যালয়ে গিয়ে তাদের সামাজিক কর্মকান্ড দেখে বিদেশী চিকিৎসকরা ভুঁইশী প্রশংসা করেন। এসময় উপস্থিত ছিলেন টোক সোশ্যাল ডেভেলপমেন্ট এসোসিয়েশন সভাপতি নুরুজ্জামান হুমায়ুন কবির সহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এই উদ্যোগটি সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও ব্যক্তিদেরও অনুপ্রাণিত করবে বলে আশা করা হচ্ছে।