আজ শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ছয় লাইনে উন্নীতকরণের জন্য মানববন্ধন লোহাগাড়াবাসীর

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৬:৩৬ অপরাহ্ণ
ছয় লাইনে উন্নীতকরণের জন্য মানববন্ধন লোহাগাড়াবাসীর

oplus_2

Sharing is caring!

ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):
সম্প্রতি বহুল উল্লেখযোগ্য ঈদের দিন থেকে শুরু হয়ে এপর্যন্ত একাধিক সড়ক দূর্ঘটনাটায় প্রায় ১৬ জনের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবীতে চট্টগ্রামের লোহাগাড়ায় বিভিন্ন জায়গায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৩ এপ্রিল) উপজেলার বটতলী মোটর স্টেশন, রাজঘাটা, চুনতিসহ বিভিন্ন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের কর্মসূচি হিসেবে উপজেলার বটতলী মোটর স্টেশনে সাতকানিয়া-লোহাগাড়া মানবিক ফাউন্ডেশন, লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন, বাংলাদেশ ইসলামি আন্দোলন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানববন্ধন এবং চুনতি এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের মানববন্ধন হতে দেখা যায়।
এসময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করার দাবী নিয়ে মানববন্ধনে লোহাগাড়াবাসীরা জানান, আমাদের এ দাবী আজকের নয়। দীর্ঘদিন থেকে এটি লোহাগাড়াসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সকল মানুষের প্রাণের দাবী। বিভিন্ন সমস্যায় জর্জরিত এ মহাসড়ক। পূর্বের এ সমস্যাগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হলে আজ এ মৃত্যুর মিছিল দেখতে হতনা। আমাদের এখন একটাই দাবি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লাইনে উন্নীত করতে হবে। অন্যথায় অনতিবিলম্বে আমরা এ মহাসড়ক অচল করে দিতে বাধ্য হব।