আজ শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

নাগরপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রথম উপজেলা বৈঠক অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৬:৪৩ অপরাহ্ণ
নাগরপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রথম উপজেলা বৈঠক অনুষ্ঠিত

Sharing is caring!

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুরে জামায়াতে ইসলামীর যুব বিভাগের প্রথম উপজেলা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(০৩ এপ্রিল)বেলা ৩.০০ টায়
নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী কার্যালয়ে উপজেলা যুব বিভাগের সভাপতি ডা.এম.এ.মান্নান এর সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী আদনান রুসেল এর সঞ্চালনায় এ প্রথম যুব বৈঠক অনুষ্ঠিত হয়।
সহবতপুর ইউনিয়ন যুব সভাপতি হাফেজ ছাদিকুর ইসলাম এর কন্ঠে কুরআন তৈলাওয়াত পাঠ ও উপজেলা যুব সভাপতি ডা.এম.এ.মান্নানের উদ্বোধনীয় বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের ইসলামীর  আমির মাওলানা মো.রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মোঃ আবুল হোসাইন। এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ কোরবান আলী।
এ সময় মোকনা ইউনিয়ন জামায়াত সেক্রেটারী মো.রুহুল আমীনসহ নাগরপুর উপজেলা যুব কমিটির নেত্ববৃন্দ ও সকল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।