প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৫:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৪, ২০২৫, ৬:৪৮ অপরাহ্ণ
কমলগঞ্জে কবি খালিদ সাইফুল্লাহ রচিত ‘আমার বাবা মো. বজলুর রহমান’ গ্রন্থের প্রকাশনা ও মোড়ক উন্মোচন

সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারের কমলগঞ্জে মো. বজলুর রহমান ফাউন্ডেশন কর্তৃক বৃটেন প্রবাসী উদীয়মান তরুণ কবি খালিদ সাইফুল্লাহরচিত 'আমার বাবা মো. বজলুর রহমান' গ্রন্থের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কমলগঞ্জ দাখিল মাদ্রাসা হল রুমে মো. বজলুর রহমান ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী।
দেওয়ান আশিকুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন শমশেরনগর জেনারেল হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি জনপ্রিয় কণ্ঠশিল্পী ও মিডিয়া ব্যক্তিত্ব সেলিম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মৌলভীবাজার নার্সিং কলেজের অধ্যক্ষ ডা. পদ্মমোহন সিংহ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী এডভোকেট আব্দুর রব, চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো: কাওসার শোকরানা, জনতা ব্যাংক শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক মো: সালাহ উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো: দুরুদ আহমদ মাস্টার, ইকরা বাংলা টিভি ইউকের হেড অব নিউজ ও বৃটেন থেকে প্রকাশিত লিটল্যাগ স্বচিন্তা এর সহযোগী সম্পাদক আলাউর রহমান খান শাহিন।
অনুষ্ঠানে প্রবীণ সাংবাদিক আব্দুল হান্নান চিনু, এডভোকেট আমিরুল ইসলাম পংকি, এডভোকেট চাঁদ মুরারি সিংহ, অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী যোগেশ্বর চ্যাটার্জি, বিশিষ্ট লেখক ও গবেষক আহমেদ সিরাজ, অধ্যাপক মো: সেলিম আহমেদ চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক এম এ ওয়াহিদ রুলু প্রমুখ আলোচনায় অংশগ্রহণ করেন।
এসময় কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক সন্তোষ দে এবং মরহুম জইন উদ্দিনকে শিক্ষানুরাগী মো. বজলুর রহমান স্মৃতি সম্মাননা-২০২৫ ক্রেস্ট, সম্মাননাপত্র ও জনপ্রতি ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.