আজ শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার ঈদ মিলনী সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৫, ০৬:৫১ অপরাহ্ণ
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা ও পৌর শাখার ঈদ মিলনী সভা অনুষ্ঠিত

Sharing is caring!

হাজিগঞ্জ প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ও পৌর ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ঈদ মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুরে উপজেলার দেররাস্থ ইমামে রাব্বানী দরবার শরীফে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী (মা.জি.আ.)।
ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা মুফতী সাখাওয়াত হোসাইন মিয়াজি এর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের যুগ্ন সচিব আল্লামা মুহাম্মদ আলী নক্সবন্দী, চাঁদপুর জেলা সহ-সভাপতি উপাধাক্ষ্য আল্লামা মাসুদ হোসাইন চাঁদপুরী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ মাসুদুর রহমান কাদের।
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ উপজেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হোসেন জাহেরীর পবিত্র কুরআনুল কারিম থেকে তেলাওয়াত, কাওসার আহমেদের নাত-এ-রাসূল এবং আবু রায়হানের শানে মুর্শিদী পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাষ্টার মুহাম্মদ দেলোয়ার হোসেন, প্রচার সম্পাদক মাওলানা শেখ মুহাম্মদ ইউসুফ হাসান মাহমুদী, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাআত হাজীগঞ্জ পৌর সভাপতি হাফেজ মাওলানা তোহা আল আবেদী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ হাজীগঞ্জ পৌর সাধারণ সম্পাদক জননেতা মহিউদ্দিন আল আজাদ, মৌলভীবাজার পৌর শাখার সভাপতি মোঃ সালেহ আহমদ (স’লিপক), ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন, ইসলামী ছাত্রসেনা হাজীগঞ্জ উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ খোরশেদ আলম প্রমুখ।
এ সময় হাজীগঞ্জ উপজেলার বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামিক যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনার, বাংলাদেশ হিযবুর রাসূল (দ.), বাংলাদেশ যুব হিযবুর রাসূল (দ.) নেতৃবৃন্দ, ইমামে রাব্বানী দরবার শরীফের খাদেম, ভক্ত-আশেকান সহ বিভিন্ন শ্রেনীপেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় চেয়ারম্যান জননেতা আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী (মা.জি.আ.) উপস্থিত সবাইকে ঈদ মোবারক জানিয়ে বলেন, ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। আমরা যেদিন বাংলাদেশের সংসদে নারায়ে রিসালাতের ধ্বনি তথা নবী (দ.) এর শান-মান তোলে ধরতে পারবো, সেদিনই হবে আমাদের ঈদ। এখনকার এ ঈদগুলো হচ্ছে রূপক অর্থে।