আজ রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ১২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন: আলোকিত হচ্ছে পর্যটনপথ

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ০৭:৪৫ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে ১২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের শুভ উদ্বোধন: আলোকিত হচ্ছে পর্যটনপথ

Sharing is caring!

তাপস দাশ শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনার লক্ষ্যে যুক্ত হলো এক নতুন দৃষ্টান্ত।
শনিবার (৫ এপ্রিল) বিকাল ৪টায় ৯ কিলোমিটার সড়কজুড়ে ১২৭টি সোলার স্ট্রিট লাইট স্থাপনের মধ্য দিয়ে আলোর পথে এগিয়ে চলার এই যাত্রা শুরু হলো। শ্রীমঙ্গলের পরিবেশবান্ধব পর্যটক গ্রাম রাধানগর এলাকায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য আয়োজনে।
এই মহতী প্রকল্পের অর্থায়ন করেছে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউডিজিপি), যার অর্থ এসেছে বাংলাদেশ সরকার ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর যৌথ সহায়তায়। তবে প্রকল্পটির বাস্তবায়ন এবং উদ্যোগ গ্রহণ করেছে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। প্রকল্পের আওতায় রাধানগরের মাল্টিপারপাস সেন্টার থেকে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট মোড় হয়ে জেরিন চা বাগান মোড় পর্যন্ত এলজিইডির রাস্তায় ৫৭টি এবং কালীঘাট ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স থেকে ফুলছড়া চা বাগান হয়ে রামনগরের রাস্তায় ৭০টি সোলার লাইট স্থাপন করা হয়েছে। পুরো প্রকল্পে ব্যয় হয়েছে ৪০ লাখ ২২ হাজার ৩৪৬ টাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সোলার স্ট্রিট লাইটের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এবং ইউডিজিপি প্রজেক্ট ডিরেক্টর ড. আবু নছর মোঃ আব্দুল্লাহ। তিনি এই প্রকল্পকে শ্রীমঙ্গলের পর্যটন উন্নয়নের একটি মাইলফলক বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন। তিনি বলেন, “শ্রীমঙ্গলের পর্যটকদের নিরাপত্তা ও চলাচল সহজতর করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পর্যটনবান্ধব একটি উপজেলা গড়তে কাজ করছি।”
উদ্বোধনী আয়োজনে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি দাশ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর, ইউডিজিপি প্রজেক্টের উপজেলা উন্নয়ন ফ্যাসিলিটেটর নিশীত বরণ রায়, শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশ জোনের অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান চৌধুরী, ৬নং ওয়ার্ড ইউপি সদস্য শফিকুল ইসলাম লিটন, সাংবাদিক সাইদ আবু জাফর সালাউদ্দিন এবং সাংবাদিক শামসুল ইসলাম শামীম।
পর্যটন কল্যাণ পরিষদ, রাধানগর, শ্রীমঙ্গল-এর সদস্যসচিব তারেকুর রহমান পাপ্পু বলেন, “দীর্ঘদিন ধরে আমরা এই গুরুত্বপূর্ণ পর্যটন সড়কে নিরাপত্তা বৃদ্ধির জন্য আলো প্রজ্বলনের দাবি জানিয়ে আসছিলাম। আজ সেই বহু প্রতীক্ষিত দাবি বাস্তব রূপ পেল। শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের এই দূরদর্শী ও মানবিক উদ্যোগের জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। এ যেন শুধু আলো নয়, এটি নিরাপত্তার প্রতীক, পর্যটন সম্ভাবনার নতুন দ্বার উন্মোচনের বার্তা। অত্যন্ত অল্প সময়ের মধ্যেই রাধানগর সড়ককে আমাদের সংগঠনের নিজস্ব উদ্যোগে সিসি ক্যামেরার আওতায় আনতে কাজ চলছে, যাতে এই এলাকার নিরাপত্তা আরও সুসংহত হয়।”
তাঁর এই বক্তব্যের প্রতি একমত প্রকাশ করেন  পরিষদের কার্যনির্বাহী সদস্য তাপস দাশ এবং নাজমুল হাসান মিরাজ, যাঁরা এই আলোকিত রূপান্তরের সহযোগী ছিলেন শুরু থেকেই।
পর্যটন খাতের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন প্যারাগন হোটেলের ডিজিএম মোঃ জহিরুল কাইয়ুম, বালিশিরা রিসোর্টের জিএম উজ্জ্বল দেব, নভেম রিসোর্টের ম্যানেজার খাজা মইনুদ্দিন চিশতী, অরণ্যের দিনরাত্রি রিসোর্টের ম্যানেজার মোহাম্মদ মেহেদী হাসান শাওন এবং রঙ্গন রিসোর্টের ম্যানেজার জাহিদ হাসান অন্তর, আনসার দলনেতা মোঃ আহছানুল্লাহ সুমন, ট্যুরিস্ট গাইড পংকজ ভট্টাচার্য, কাজী সৌরভ, সুজন প্রমুখ।
এই সোলার স্ট্রিট লাইট শুধু আলোর উৎস নয়—এটি নিরাপদ ভ্রমণ, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং পর্যটনবান্ধব উন্নয়নের প্রতীক হয়ে উঠবে শ্রীমঙ্গলের অগ্রযাত্রায়।