আজ শুক্রবার, ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

কমলগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

editor
প্রকাশিত নভেম্বর ১৬, ২০২৪, ০৯:২৬ পূর্বাহ্ণ
কমলগঞ্জ উপজেলা জামায়াতের পূর্ণাঙ্গ কমিটি গঠন

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
বাংলাদেশ জামায়াতে ইসলামী কমলগঞ্জ উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। রোকনদের ভোটে ২০২৫-২৬ সেশনের কমিটিতে আমীর নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ মো. মাসুক মিয়া। শুরা ও কর্মপরিষদের পরামর্শক্রমে পুনরায় সেক্রেটারি মনোনীত হয়েছেন এড. মো. কামরুল ইসলাম।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে মজলিশে শুরা ও কর্মপরিষদের সভায় অধ্যক্ষ মো. মাসুক মিয়ার সভাপতিত্বে ও এড. কামরুল ইসলামের পরিচালনায় কমিটি গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান।
অন্যান্যদের মধ্যে নায়েবে আমীর সৈয়দ আমিরুল ইসলাম কয়ছর ও সহকারী সেক্রেটারী মো. মনসুর আলী মনোনীত হয়েছেন। এছাড়াও কর্মপরিষদ সদস্যবৃন্দ হলেন- মাওলানা আব্দুস সালাম, মাওলানা বাহার আলী, আব্দুল হাই, মাইনুল ইসলাম, মাওলানা সোলাইমান আহমদ, মাসুদ আহমদ এবং মজলিশে শুরা সদস্য নির্বাচিত হয়েছেন- মাওলানা আব্দুল মছব্বির, মাওলানা সোয়েব আহমদ, এবাদুর রহমান।