আজ রবিবার, ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা!

editor
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৫, ০৭:৪৬ অপরাহ্ণ
কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে জরিমানা!

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর ঃ

গাজীপুরের কালীগঞ্জে মোবাইল কোর্টের অভিযানে ফিটনেস বিহীন গাড়ি এবং চালকের লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইনে ৭ মামলায় ২১ হাজার ৯ শত টাকা জরিমান করা হয়েছে।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালিগাঁও এলাকায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ পরিচালিত ভ্রাম্যমান আদালতের অভিযানে এ জরিমানা করেন।

ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, শনিবার বিকেলে কালীগঞ্জ পৌরসভার বালিগাঁও এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬, ৬৭, ৭৬ ও ৮৫ ধারায় ৭ জনকে ২১ হাজার ৯ শত টাকা জরিমানা করা হয়। তবে এ ধারা অব্যাহত থাকবে বলেও জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।

এ সময় বেঞ্চ সহকারী আল আমিন, পুলিশ ও আনসার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।