পাহাড়ের চূড়া, আকাশ ছোঁয়া,
সমুদ্রের ঢেউ, রোদে ভরা রসদ।
একদিকে শান্তি, অন্যদিকে গর্জন,
প্রকৃতির কোলে, যেন হয় নতুন জন্ম।
পাহাড়ের সবুজ, হৃদয়ের শান্তি,
সমুদ্রের জল, জাগায় জীবনরসন্তি।
লুকানো গহনে, স্বপ্নের ভেলা,
দুই দিগন্তে, প্রেমের মহাকাব্য।
বৃষ্টির দিনে পাহাড়ে জলপ্রপাত,
সমুদ্রের কূলে বাজে ঢেউয়ের সঙ্গীত।
হাওয়ার মধ্যে ভাসে ভালবাসার গন্ধ,
পাহাড় আর সমুদ্র, দু’জনের মিষ্টি বন্ধন।
পাহাড়ের গভীর, রহস্যময় পথ,
সমুদ্রের স্রোত, বহন করে সুখের পন্থা।
প্রকৃতির রংমহলে, এই প্রেমের জ্ঞান,
পাহাড় ও সমুদ্র, জীবনের চিরন্তন গান।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.