প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৮, ২০২৫, ৬:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৩:২৮ অপরাহ্ণ
নাগরপুরে ইসরায়েলি কর্তৃক গাজায় গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
![]()
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে নাগরপুরে ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সর্বস্তরের জনগণ ও বিভিন্ন সংগঠন।
বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড, ব্যানার হাতে ‘ফ্রি প্যালেস্টাইন’, ‘স্টপ কিলিং ইন গাজা’সহ নানা স্লোগান দেন। শান্তিপূর্ণ এ কর্মসূচি সোমবার (৭ এপ্রিল ) দুপুর ১০.৩০ মি.নাগরপুর সরকারি কলেজ গেট হতে মিছিলটি শুরু হয়।প্রতিটি সংগঠনের মিছিল নাগরপুর বাজারে প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্বরে দিকে যেতে দেখা গেছে।এবং মিছিল শেষে কলেজ গেটে এসে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন ‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির অংশ হিসেবে আমরা আজ রাস্তায় নেমেছি। গাজায় ইসরায়েলি দখলদার বাহিনী যেভাবে সাধারণ মানুষের ওপর নৃশংস হামলা চালাচ্ছে, আমরা তার তীব্র নিন্দা জানাই। শিশু, নারী ও নিরীহ মানুষদের ওপর ইসরায়েলি হামলা মানবতাকেও প্রশ্নের মুখে ফেলেছে। অথচ বিশ্ব আজ নিশ্চুপ। কোথায় গেলো সেই মানবতা, কোথায় গেলো নৈতিকতা?
বক্তরা আরও বলেন, ইসরায়েলি দখলদার বাহিনী গাজায় নির্মমভাবে মানুষকে হত্যা করছে। তাদের এই হত্যাযজ্ঞ দেখে বাংলাদেশের প্রতিটি শিক্ষার্থী,জনগন ক্ষুব্ধ এবং ব্যথিত। তারা চান দ্রুত যেন বিশ্ববাসী এ গণহত্যা বন্ধ করে।
‘দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজা’ কর্মসূচির মাধ্যমে আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মানুষ ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।
এসময় মাওলানা রফিকুল ইসলাম আমিনী,মাওলানা রফিকুল ইসলাম,গোলাম মোস্তাফা গোলাম,জাহিদ মিয়া, সাংবাদিক ডা.এম.মান্নান,মাওলানা আল হেলাল উদ্দীন,হাফেজ আবু হুরাইয়া,মুফতি আব্দুল হাদিসহ নাগরপুরের সাধারন শিক্ষার্থীরা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.