আজ বৃহস্পতিবার, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় অনুষ্ঠিত হল ‘ইয়াদিয়া রাইডার ফেস্ট’

editor
প্রকাশিত নভেম্বর ২, ২০২৪, ০২:০০ অপরাহ্ণ
সাতক্ষীরায় অনুষ্ঠিত হল ‘ইয়াদিয়া রাইডার ফেস্ট’

Sharing is caring!

মোঃ মুনসুর রহমান,সাতক্ষীরা

বিশ^বিখ্যাত ইলেকট্রিক স্কুটার প্রস্তুতকারক ইয়াদিয়া সম্প্রতি সাতক্ষীরায় আয়োজন করেছে বিশেষ ‘রিজিওনাল কাস্টমার মিট’। দেশের স্বনামধন্য মোটর সাইকেলে প্রস্তুতকারক প্রতিষ্ঠান রানার অটোমোবাইলস পিএলসির স্থানীয় ডিলার হিসেবে ভেনাস অটোস এই অনুষ্ঠানের আয়োজন করে। উৎসবমুখর এই দিনটির প্রধান আকর্ষণ ছিল ফ্রি সার্ভিসিং ক্যাম্প, যেখানে গ্রাহকরা বিনামূল্যে স্কুটার সার্ভিসিং করানোর সুযোগ পান।

ইয়াদিয়ার দক্ষ টেকনিশিয়ানরা গ্রাহকদের স্কুটারের সমস্যা সমাধানে সহায়তা করেন এবং রক্ষণাবেক্ষণের পরামর্শ দেন। এরপর অনুষ্ঠিত হয় বর্ণাট্য স্কুটার র‌্যালি, যেখানে অংশগ্রহণকারীরা তাঁদের স্কুটার নিয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন, যা পুরো এলাকায় ইয়াদিয়া ই—স্কুটার সম্পর্কে সচেতনতা তৈরি করে। এছাড়াও গ্রাহক সেবা উন্নয়ন বিষয়ক আলোচনা সভায় গ্রাহক ও কর্মকর্তারা সেবা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানের শেষে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যা অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা ছড়িয়ে দেয়।

প্রধান অতিথি ছিলেন রানার গ্রুপের ডিরেক্টর মোঃ জহুরুল আলম। তিনি বলেন, বর্তমান বৈশি^ক প্রেক্ষাপটে জ¦ালানি তেলের দাম প্রতিনিয়িত বৃদ্ধি পাচ্ছে, যা আমাদেও দৈনন্দিন জীবনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। ইয়াদিয়া ইলেকট্রিক স্কুটার এমনই একটি সমাধান, যা শুধু খরচ সাশ্রয়অ নয়, বরং পরিবেশের জন্যও উপকারী। প্রতিটি স্কুটারেই রয়েছে উচ্চমানের পারফরম্যান্স, যা শহুরে এবং গ্রামীণ উভয় জীবনযাত্রার সাথে সমানভাবে মানানসই এবং সামঞ্জস্যপূর্ণ। এই বিশেষ কাস্টমার অনুষ্ঠান গ্রাহকদের সাথে সম্পর্ক আরও মজবুত করার এক অনন্য প্রচেষ্টা।

এছাড়াও উপস্থিত ছিলেন ইয়াদিয়ার হেড অফ সেলস টিএম আসিবুল ইমরান, ক্যাটাগরি ম্যানেজার জুবায়ের আরাফাত, সার্ভিস হেড আরিফুল ইসলাম, জোনাল সেলস ম্যানেজার মোঃ রবিউল ইসলাম, বিটিএল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ মোস্তাফিজুর রহমান। ভেনাস অটোসের পক্ষ থেকে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এসএম তানভীর রায়হান।