প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৩, ২০২৫, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৩:৩৯ অপরাহ্ণ
মৌলভীবাজারে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে ৩দিনব্যাপী সনাতনীদের রাম নবমী পালন

সালেহ আহমদ (স'লিপক):
মৌলভীবাজারে রাম নবমী ২০২৫ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, পুজা, অঞ্জলি, ভক্তিগীতি, নৃত্য ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ এপ্রিল থেকে ৭ এপ্রিল সোমবার পর্যন্ত ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ৫ এপ্রিল ছিলো প্রতিমা আনয়ন, মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, ৬ এপ্রিল মঙ্গল আরতি, রামচন্দ্রের পুজার্চ্চনা, যজ্ঞানুষ্ঠান, পুস্পাঞ্জলী প্রদান, মাতা-পিতার পুজা, গীতা শ্লোক আবৃত্তি প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, শ্রীমৎভগবত আলোচনা, রাবনও বদ প্রতিযোগিতা, সমবেত প্রার্থনা, সন্ধ্যা আরতি, বৈদিক নৃত্য, সঙ্গীতময় ভাগবত আলোচনা ও রাবন বধ পালা এবং ৭ এপ্রিল সকালে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে ভক্তদের সমাগমে মুখরিত মৌলভীবাজারের সৈয়ারপুর শ্রী শ্রী লোকনাথ সেবা আশ্রম অঙ্গনে নেমে আসে বিদায়ের করুন সুর।
ভগবত আলোচনা করেন সিলেট বিয়ানীবাজারের পাঠক ভক্তপ্রবর শ্রীকৃষ্ণ বল্লভ দাস। সঙ্গীতময় ভাগবত আলোচনা পরিচালনা করেন হবিগঞ্জের মুরলী ব্যান্ড, পরিবেশনা করেন শ্রীমান প্রহ্লাদপালক হরিদাস। রাবন বধ পালা (বৈদিক মঞ্চ নাটক) পরিবেশনা করে সুনামগঞ্জ দিরাইয়ের তোমার দাসের ভোলানাথ নাট্য সংঘ। সমস্ত অনুষ্ঠানমালা পৌরহিত্যের দায়িত্বে ছিলেন জয়দ্বীপ চক্রবর্তী, অমিত চক্রবর্তী, কৃতার্থ চক্রবর্তী, পান্থ ভট্টাচার্য্য এবং শাওন চক্রবর্তী।

রবিবার (৬ এপ্রিল) বিকেল ৫ ঘটিকায় আলোচনা সভায় বিজয় সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞ পন্ডিত বিশিষ্ট গীতাপাঠক এডভোকেট নিত্যগোপাল গোস্বামী। বিশেষ অতিথি ছিলেন অমলেন্দু দেব রায়, নবজীবন গোস্বামী, শ্রীকান্ত পাল শাওন।
এসময় রাম নবমী উদযাপন পরিষদের বিশ্বজিত সরকার, প্রাণকান্ত সরকার, দিপংকর দেবনাথ, কমল কৃষ্ণ দাশ, প্রভাত সরকার, সুজন দাশ, সাগর দাশ, শান্ত পাল, রাজিব সুনন প্রমুখ সহ ভক্ত বৃন্দ এবং পুজারীরা উপস্থিত ছিলেন।
RED TIMES LIMITED
116-117, Concord Emporium, Kataban, Dhaka-1205.
Mobile: 017111-66826
Email: redtimesnews@gmail.com
Copyright © 2025 RED TIMES. All rights reserved.